বিন্দু পরিমান অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করতে পারবে না

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ كِبْرٍ، وَلَا يَدْخُلُ النَّارَ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ

-“হযরত আব্দুল্লাহ ইবনে মাছউদ (رضي الله عنه) নবী করিম (ﷺ) হতে বর্ণনা করেন, যার অন্তরে বিন্দু পরিমান অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার অন্তরে বিন্দু পরিমান ঈমান রয়েছে সে জাহান্নামে (চিরস্থায়ী ভাবে) প্রবেশ করবেনা।”  ৬৩৯৩৯,  মুসনাদে আহমদ, হাদিস নং ৩৯১৩; ছহীহ্ মুসলীম কিতাবুল ঈমানে, হাদিস নং ৯১;  মুস্তাদরাকে হাকেম, ১ম খন্ড, ৩৪ পৃ: হাদিস নং ৬৯; ইমাম তাহাবী: শরহে মুশকিলুল আছার, হাদিস নং ৫৫৫৭; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ৬৬৬৮; মেসকাত শরীফ, ৪৩৩ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৯ম খন্ড, ২৯৪ পৃ:; সুনানে আবী দাউদ, হা: নং ৪০৯১; তিরমিজি শরিফ, হাদিস নং ১৯৯৮; সুনানে ইবনে মাজাহ, হা: নং ৪১৭৩; তাফছিরে দূর্রে মানছুর, ৩য় খন্ড, ৭৯ পৃ:; ইমাম গাজ্জালী: মুকাশাফাতুল কুলুব, ১ম খন্ড;

হাদিসটি ছহীহ্ মুসলীমসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে, তাই ইহার সনদ নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি না।
Top