জিকিরের মাহফিল জান্নাতের বাগান
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ، فَارْتَعُوا قَالُوا: وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ: حِلَقُ الذِّكْرِ
-“হযরত আনাস (رضي الله عنه) বলেন রাসূলে পাক (ﷺ) বলেছেন: যখন বেহেস্থের বাগানে পৌছবে তখন ইহার ফল ভক্ষন করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, বেহেস্থের বাগান কি? প্রিয় নবীজি বললেন: জিকিরের মজলিস।” ৫২৫২৫, মুসনাদে আহমদ, ৩য় খন্ড, ৬৫ পৃ: হাদিস নং ১২৫২৩; তিরমিজি শরিফ, হাদিস নং ৩৫১০ পৃ:; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৬৫০০; ইমাম তাবারানী: আদ দোয়া, হাদিস নং ১৮৯০; ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৬ষ্ঠ খন্ড, ২৬৮ পৃ: ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৫২৬; মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ৩৪৩২; ইমাম ছিয়ত: ফাতহুল কবীর, হাদিস নং ১৪৯১; মেসকাত শরীফ, ১৯৮ পৃ:; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৫ম খন্ড, ১৫৫ পৃ:; হাফিজ ইবনে কাছির: জামেউল মাছানিদ ওয়াছ ছুনান; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১ম খন্ড, ২২৩ পৃ:; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, ১ম জি: ৫৯ পৃ:;
এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি (র:) বলেন,
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ -“এই হাদিস হাছান গরীব।” হিজরী নবম শতাব্দির মোজাদ্দিদ, আল্লামা ইমাম জালালুদ্দিন ছিয়তী (رضي الله عنه) আনাস (رضي الله عنه) বর্ণিত হাদিসকে صَحِيحُ ‘ছহীহ্’ বলেছেন। ৫২৬২৬, ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, ১ম জি: ৫৯ পৃ:;
হাদিসটি আরেকটি সূত্রে হযরত জাবের (رضي الله عنه) থেকে বর্ণিত আছে,
حَدَّثَنَا إِسْحَاقُ، وَالْقَوَارِيرِيُّ، قَالَا: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ، مَوْلَى غُفْرَةَ قَالَ: سَمِعْتُ أَيُّوبَ بْنَ خَالِدِ بْنِ صَفْوَانَ، يَذْكُرُ، عَنْ جَابِرٍ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّ لِلَّهِ سَرَايَا مِنَ الْمَلَائِكَةِ تَحِلُّ وَتَقِفُ عَلَى مَجَالِسِ الذِّكْرِ فِي الْأَرْضِ، فَارْتَعُوا فِي رِيَاضِ الْجَنَّةِ قَالُوا: وَمَا رِيَاضُ الْجَنَّةِ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: مَجَالِسُ الذِّكْرِ،
-“হযরত জাবের (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাদের দিকে বের হলেন এবং বললেন: হে মানব সম্প্রদায়! নিশ্চয় আল্লাহর জন্য ফেরেস্থারা জমীনে ছায়ের করে ও জিকিরের মজলিসে অবস্থান করে। তোমরাও জান্নাতের বাগানের ফল ভক্ষন কর। সাহাবীরা বললেন: জান্নাতের বাগান কি? প্রিয় নবীজি (ﷺ) বললেন: জিকিরের মজলিশ।” ৫২৭২৭, মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ২১৩৮;
ইমাম আবু নুয়াইম ইস্পাহানী (র:) হযরত ইবনে উমর (رضي الله عنه) থেকে আরেকটি সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন,
حَدَّثَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ اللهِ الْمَقْدِسِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَامِرٍ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، ثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا قَالُوا: يَا رَسُولَ اللهِ وَمَا رِيَاضُ الْجَنَّةِ؟ قَالَ: حِلَقُ الذِّكْرِ
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, নিশ্চয় আল্লাহর নবী (ﷺ) বলেছেন: যখন বেহেস্থের বাগানে পৌছবে তখন ইহার ফল ভক্ষন করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, বেহেস্থের বাগান কি? প্রিয় নবীজি (ﷺ) বললেন: জিকিরের মজলিস।” ৫২৮২৮, ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৬ষ্ঠ খন্ড, ৩৫৪ পৃ:;
হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে আরেকটি এরূপ হাদিস রয়েছে। যেমন,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْمَرِيُّ، ثنا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ صَاحِبُ الشامةِ، ثنا الْحَارِثُ بْنُ عَطِيَّةَ، ثنا بَعْضُ أَصْحَابِنَا، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ، فَارْتَعُوا قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَمَا رِيَاضُ الْجَنَّةِ قَالَ: مَجَالِسُ الْعِلْمِ
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: যখন বেহেস্থের বাগানে পৌছবে তখন ইহার ফল ভক্ষন করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, বেহেস্থের বাগান কি? প্রিয় নবীজি (ﷺ) বললেন: ইলিম অন্বেষণের মজলিস।” ৫২৯২৯, ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১১১৫৮; ইমাম ছিয়তী ফাতহুল কবীর, হাদিস নং ১৪৯২; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ২৮৬৯৫;
কোন ‘ছহীহ্’ হাদিসের সমর্থনে ‘দ্বায়িফ হাদিস’ থাকলে ঐ দ্বায়িফ হাদিসটি ক্বাবী বা শক্তিশালী হয়ে যায়। হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত আছে বিধায় এই হাদিস শক্তিশালী ও বিশুদ্ধ।