নবী/ওলীদের জিকির ইবাদত এবং গোনাহের কাফ্ফারা
حدثنا الوليد بن مسلم حدثنا محمد بن راشد عن مكحول عن معاذ بن جبل مرفوعا ذِكْرُ الأنْبِياءِ مِنَ العِبادَةِ وذِكْرُ الصَّالِحِينَ كَفَّارَةٌ وَذِكْرُ المَوْتِ صَدَقَةٌ وَذِكْرُ القَبْرِ يُقَرِّبُكُمْ مِنَ الجَنَّةِ (فر)
-“হযরত মুয়াজ (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলে পাক (ﷺ) বলেছেন: আম্বিয়া কেরামের জিকির ইবাদত, নেক বান্দাহগণের জিকির গোনাহের কাফ্ফারা।” ৬৯৫৯৫, ইমাম দায়লামী: মুসনাদে ফেরদৌছ (র:); ইমাম জাফর হুছাইনীর ‘কিতাবুল আরুছ; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৬৪৫৯; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৩২২৪৭; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, ১ম জি: ২৬৪ পৃ: হাদিস নং ৬৭৯৩; ইমাম আজলুনী: কাশফুল খফা, ১ম খন্ড, ৩৭১ পৃ:; ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ৪র্থ খন্ড, ৩৭৭ পৃ: হাদিস নং ১২৫০৩; তানজিয়াহু শারিয়াতুল মারফুয়া, হাদিস নং ১৯; তাজকিরাতুল মাওজুয়াত লিল ফাতানী, ১ম খন্ড, ১৯৩ পৃ:; আলবানী: ছিলছিলায়ে জয়ীফা, হাদিস নং ১৯৩২;
হাফিজুল হাদিস ইমাম জালালুদ্দিন ছিয়তী (رضي الله عنه) এই হাদিসের সনদ সম্পর্কে বলেন ضَعِيف ‘দ্বায়িফ’। ৬৯৬৯৬, ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ৬৭৯৩;
ইমাম আব্দুর রউফ মানাভী (র:) বলেন: عَن معَاذ بِإِسْنَاد ضَعِيف
-“হযরত মুয়াজ (رضي الله عنه) থেকে দ্বায়িফ সনদে বর্ণিত হয়েছে।” ৬৯৭৯৭, আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছি ছাগীর, ২য় খন্ড, ২০ পৃ:;
আল্লামা ইমাম আজলুনী (র:) হাদিসটি উল্লেখ করে কোন সমালোচনা করেননি। যেহেতু হাদিসের সনদ রয়েছে ও ইমামগণ গ্রহণ করেছেন, সেহেতু এই হাদিস কে মওজু বা ভিত্তিহীন/জাল বলা মূর্খতা বৈ কিছুই নয়।