আসুন কিছু প্রেমের গল্প বলি। প্রেমটা যখন স্রষ্টা ও সর্বশ্রেষ্ট সৃষ্টির মধ্যে (খালিক আর বেনজির, বেমিসাল মাখলুকের মধ্যে) এর শুভ্রতা তখন কতই না পবিত্র, গগনবিদারী, মর্মস্পর্শী। যে প্রেমের তরে বিশ্ব জাহান হল সৃজন। সে প্রেমে ফিদা মোরা অধম।
"উম্মতের প্রতি নবীজি (ﷺ)-এর সীমাহীন দয়া ও আল্লাহর চিরস্থায়ী রহমতের গভীরতা।"
বক্তব্যঃ শায়েখ মতুয়াল্লী আশ-শারাওয়ী (রহ.)
©অনুবাদঃ শরীফ সাদিক (ওয়ার্ল্ড সুফি অনুবাদ টিম)
আল্লাহ বলেন: "ওহে প্রশংসিত! যদি তুমি চাইতে, আমি উম্মতের বিষয়ে সমগ্র ফয়সালা তোমার হাতে সোপর্দ করে দিতাম।"
গভীরভাবে চিন্তা করুন, নবীজির নবুয়তের পরীক্ষার দিকে। তিনি কি বলেছিলেন, "আমি আমার উম্মতের সমগ্র বিষয় গ্রহণ করে নেব?"
"না, হে আমার প্রভু, আপনি আমার উম্মতের উপর আমার চাইতে অনেক বেশি দয়াবান।"
কেন? কারণ, নবীজির অবস্থান মুমিনদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে, আর আল্লাহ সকলের সৃষ্টিকর্তা। একজন অন্তরঙ্গ বন্ধুর দয়া কখনও মহান সৃষ্টিকর্তার দয়ার সমান হতে পারে না!
নবুয়তের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মহান আল্লাহ কী বলেছিলেন?
যখন নবীজি (ﷺ) বলেছিলেন: "আপনি আমার উম্মতের কাছে আমার চাইতেও বেশি দয়াবান।"
আমি সৃষ্ট, আর সৃষ্টির জন্য বিনাশ অবশ্যম্ভাবী।
কিন্তু আপনি চিরন্তন, চিরস্থায়ী, যার কোনো বিনাশ নেই। ফলে আমার উম্মত আপনার রহমতের ছায়ায় চিরকাল আশ্রয় পাবে।"
আল্লাহ বলেন: "হে হাবিব (ﷺ)! আমি আমার সৃষ্টিকুলের মধ্যে আপনাকে চিরকাল রক্ষা করব এবং আপনার উম্মতকে ধ্বংস করব না।"
"ইযান" শব্দটি প্রমাণ করে: হে হাবিব (ﷺ)! আমার রহমতের উপর আপনার এই সুদৃঢ় বিশ্বাস এবং নির্ভরতার কারণে আমি আপনার উম্মতকে কখনো ধ্বংস করব না। (সুবহানআল্লাহ)