আদমকে আল্লাহর সূরতে তৈরী করা হয়েছে
(আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মোতাবেক মহান আল্লাহ তা’লা বেমেছাল ও বেনজির। কোন কিছুই তিনার মত নেই। এজন্য আল্লাহ তা’লার সূরত আছে বলা যাবেনা)

أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَلَقَ اللَّهُ آدَمَ على صورته

-“হযরত আবু হুরায়রা (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন: আল্লাহ আদমকে নিজ সূরতে সৃষ্টি করেছেন।”  ৪৮৬৮৬,  জামেউ মামার ইবনে রাশাদ, হাদিস নং ১৯৪৩৫; মেসকাত শরিফ, ৩৯৭ পৃ:; ছহীহ্ বুখারী শরিফ, হা: নং ৬২২৭; ছহীহ্ মুসলীম শরিফ, হা: নং ২৮৪১; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৮ম খন্ড, ৪৫৩ পৃ:; মুসনাদে আহমদ, ২য় খন্ড, ৩১৫ পৃ:; তাফছিরে রুহুল মায়ানী, ৩০ তম খন্ড, ৫০২ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল আওছাতে, ৬ষ্ঠ খন্ড, ২১ পৃ:;

ইহা মুতাশাবিহাতের অন্তর্ভূক্ত। হাদিসটি ব্যাখ্যা সাপেক্ষ্য গ্রহণ করা যায়। শাব্দিক বা বাহ্যিক অর্থে নেয়া যাবে না।
Top