গরীব-মোহাজিরের উছিলা
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ رَاهَوَيْهِ، ثنا أَبِي، ثنا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ أُمَيَّةَ بْنِ خَالِدٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَفْتِحُ بِصَعَالِيكِ الْمُهَاجِرِينَ
-“হযরত উমাইয়্যা ইবনে খালেদ ইবনে আব্দুল্লাহ ইবনে উসাইদ (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, নিশ্চয় রাসূল (ﷺ) গরীব-মোহাজেরদের উছিলায় প্রার্থনা করতেন।” ৮৪৩৪৩, ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হাদিস নং ৪০৬২; ইমাম তাবারানী: মু’জামুল কবীর, হাদিস নং ৮৫৭; মেসকাত শরীফ, ৪৪৭ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৯ম খন্ড, ৪৩৪ পৃ:; শরহে ত্বাবী, হাদিস নং ৫২৪৭; ছিরাতে হালভিয়া, ২য় খন্ড, ৩৩৫ পৃ:; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১৭৯০৪; ইমাম আবু নুয়াইম: মারেফাতুস সাহাবা, হাদিস নং ৯৭৫;
ইমাম হায়ছামী (র:) দু’টি সনদ উল্লেখ করে বলেন:
رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَرِجَالُ الرِّوَايَةِ الْأُولَى رِجَالُ الصَّحِيحِ. -“ইমাম তাবারানী ইহা বর্ণনা করেছেন, এর ইহা প্রথম সনদের সকল রাবীগণ বিশ্বস্ত।” ৮৪৪৪৪, ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১৭৯০৪;
এই হাদিস সম্পর্কে ইমাম মানাভী (র:) ও আব্দুর রহমান মুবারকপুরী তদীয়
কিতাবে উল্লেখ করেন, قَالَ الْمُنْذِرِيّ رُوَاته رُوَاة الصَّحِيح وَهُوَ مُرْسل
-“ইমাম মুনজেরী (র:) বলেন: এই রেওয়ায়েত টি ‘মুরছাল ছহীহ্’।” ৮৪৫৪৫, আল্লামা মানাভী: তাইছির বি’শরহে জামেইছ ছাগীর, ২য় খন্ড, ২৭৬ পৃ:; মুবারকপুরী: তুহফাতুল আহওয়াজী, ৫ম খন্ড, ২৯১ পৃ:;
চার মাজহাবের ইমামের দৃষ্টিতে নির্ভরযোগ্য তবেঈ’র মুরছাল রেওয়ায়েত হুজ্জত বা দলিল হওয়ার জন্য যথেষ্ঠ। অতএব, এই হাদিস উছিলার পক্ষে অবশ্যই হুজ্জত বা দলিল। তাই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহর রাসূল (ﷺ) নিজেই গরীব-মোহাজেরদের উছিলায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। অর্থাৎ গরীব-মোহাজেরদের উছিলায় প্রার্থনা করার শিক্ষা স্বীয় উম্মতকে দিয়েছেন। এমনকি প্রিয় নবীজি (ﷺ) এর সাহাবায়ে কেরাম, তাবেঈগণ ও তাবে তাবেঈগণের উছিলায় দোয়া করারও বিধান রয়েছে।