আহলে বাইত প্রসঙ্গে

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَا: حَدَّثَنَا حَاتِمٌ وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ عَنْ بُكَيْرِ بْنِ مِسْمَارٍ، عن عامر بن سعد بن أبي وقاص، عن أبيه، قال:ৃ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا، وَفَاطِمَةَ، وَحَسَنًا، وَحُسَيْنًا رِضْوَانُ اللَّهِ عَلَيْهِمْ، فَقَالَ: اللَّهُمَّ هَؤُلاءِ أَهْلِي

-“হযরত আমের ইবনে সাদ ইবনে আবী ওয়াক্কাছ (رضي الله عنه) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলে পাক (ﷺ) হযরত আলী, ইমাম হাছান, ইমাম হুছাইন, ও মা ফাতেমা (رضي الله عنه) কে ডাকলেন; অত:পর বললেন: হে আমার আল্লাহ! এরাই আমার আহলে বাইত।” 
৬২৭২৭,  ছহীহ্ মুসলীম শরীফ, হাদিস নং ২৪০৪ بَابُ مِنْ فَضَائِلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ; কাজী আয়্যায: শিফা শরিফ, ২য় জি: ৪০৭ পৃ:; মুসনাদে আহমদ, ১ম খন্ড, ১৮৫ পৃ:, হাদিস নং ১৬০৮; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, ৭ম খন্ড, ৬৩ পৃ:; তিরমিজি শরীফ, হাদিস নং ২৯৯৯; তাফছিরে দূর্রে মানছুর, ২য় খন্ড, ৩৯ পৃ:; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১৩ তম খন্ড, ৭১ পৃ:; হাফিজ ইবনে কাছির: আল বেদায়া ওয়ান নেহায়া, ৮ম খন্ড, ৭৭ পৃ:; মেসকাত শরীফ, মানাকিবে আহলে বাইত; ইমাম মোল্লা আলী: ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ১১তম খন্ড;

হাদিসটি ছহীহ্ মুসলীমসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে, তাই ইহার সনদ নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি না।
Top