❏ হাদিস ৩৩:

কিয়ামতের দিন রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মুসাফাহা


রাসূলুল্লাহ (ﷺ) এর ইরশাদ করেন, “যে (ব্যক্তি) আমার উপর সারা দিনে পঞ্চাশ বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব (অর্থাৎ- হাত মিলাব)।” 

১.আল কুরবাতু ইলা রব্বিল আলামীন, লি ইবনে বশিকওয়াল, ৯০ পৃষ্ঠা, হাদীস- ৯০, 

২.ইমাম সাখাবীঃ আল-কওলুল বদী ফিস সালাত আলাল হাবিবিশ শফী (ﷺ), 

৩.মাওলানা ইলিয়াস আত্তার কাদেরীঃ ফায়জানে সুন্নাত।


❏ হাদিস ৩৪: 

আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, তুমি যখন দোয়া কর তখন হুজুর (ﷺ) এর উপর কিছু দুরূদ ও ওটার সঙ্গে সামিল কর। কেননা দুরূদ তো নিশ্চয়ই কবুল হয় আর আল্লাহর শান এমন নয় যে তিনি দোয়ার কিছু অংশ কবুল করবেন আর বাকী অংশ কবুল করবেন না। (অর্থাৎ, পরম করুণাময় দুরূদের বরকতে করুণাস্বরূপ নেক দোয়া কবুল করেন) (ফাযায়েলে দুরূদ)

Top