দুরূদের মাধ্যমে হযরত মূসা (عليه السلام) এর কল্যাণ লাভ



❏ হাদিস ৩: 


উল্লিখিত কিতাবে হযরত কা'আবে আহবার (رضي الله عنه) থেকে বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা হযরত মূসা (عليه السلام)-এর নিকট অহী প্রেরণ করেন যে, পৃথিবীতে যদি আমার প্রশংসাকারী না থাকে, তবে আমি পৃথিবীতে এক বিন্দু বৃষ্টিও বর্ষণ করতাম না, একটি দানা পর্যন্ত উৎপন্ন করতাম না। এভাবে অনেক কিছু বলার পর ইরশাদ করলেন, হে মূসা (عليه السلام)! তুমি কি একথা বাসনা কর যে তােমার কথা তােমার মুখের, তােমার হৃদয়ের জল্পনা-কল্পনা তােমার হৃদয়ের, তােমার রূহ, তােমার শরীরের, তােমার দৃষ্টিশক্তি তােমার চোখের যতদূর নিকটবর্তী এর চেয়েও আমি তােমার অধিকতর নিকটবর্তী হই? হযরত মূসা (عليه السلام) আরজ করলেন, হ্যাঁ, ইয়া আল্লাহ! আমি এর বাসনা রাখি। আল্লাহ তা'আলা ইরশাদ করলেন, তবে তুমি খুব বেশি বেশিভাবে হযরত মুহাম্মদ (ﷺ) এর ওপর দুরূদ শরীফ পাঠ কর। তাহলে তােমার এ সম্পর্ক অর্জিত হবে।" 


তথ্যসূত্রঃ

(১) আস-সাখাওয়ী (رحمة الله), আল-ওকুল বদী ফিস সালাত আলাল হাবীবিশ শফী, পৃ. ১৩৭; 

(২) আল নুআইম আল-আসবাহানী (رحمة الله), হিয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, খ. ৬, পৃ. ৩২। 

(৩) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৫৭, গাজী প্রকাশনী।

(৪) ইমাম গাজ্জালী (رحمة الله) : মুকাশাফাতুল ক্বুলূব,পৃ:নং-৪৫, আধ্যাত্নিক কৃচ্ছ্রসাধনা এবং পাপ প্রবৃত্তির তাড়না অধ্যায়।

(৫) আল-বাহারেল মাদীদ,৬ষ্ঠ খন্ড, পৃ:নং-৭৯


❏ হাদিস ৪: 


অপর একটি রিওয়ায়তে আল্লাহ তাঁকে বলেন, “হে মূসা (عليه السلام)! তুমি কি কিয়ামতের তৃষ্ণা থেকে রেহাই পেতে চাও? তিনি আরজ করলেন, হ্যাঁ, ইয়া আল্লাহ! আমি অনুরূপ কামনা করি। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তবে তুমি হযরত মুহাম্মদ (ﷺ)-এর ওপর অধিক সংখ্যক দুরূদ শরীফ পাঠ কর। 


তথ্যসূত্রঃ

(১) আবু নুআইম আল-আসবাহানী (رحمة الله), হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, খ, ৪, প, ৪৫। 

(২) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৫৭, গাজী প্রকাশনী।

Top