দুরূদ পাঠের মাধ্যমে বংশধর কল্যাণপ্রাপ্ত হয়
❏ হাদিস ৮১:
হযরত হুযাইফা (رضي الله عنه) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, "রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর দুরূদ শরীফ পাঠ পাঠককে, তাঁর সন্তানকে এবং সন্তানের সন্তানকে উপকৃত করে।"
তথ্যসূত্রঃ
(১) ইবনে বিশকওয়াল (رحمة الله) হাদীসটিকে বর্ণনা করেছেন।
(২) আবু বকর আশ-শাফিয়ী (رحمة الله), আল-ফাওয়ায়িদ, পৃ. ৫১৯, হাদীস: ৬৪০
(৩) জযবুল কুলুবে বর্ণিত হয়েছে।
(৪) ইমাম সাখাভী (رحمة الله), আল-কওলুল বদী' ফিস সালাত আলাল হাবীবিশ শফী; পৃ. ১৩৬;
(৫) কিতাবুর রিদ্দাদ বর্ণিত হয়েছে।
(৬) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৬০, গাজী প্রকাশনী।