আরশের ছায়াতলে অবস্থান
❏ হাদিস ৫৪:
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, “কিয়ামতের দিন আল্লাহ্ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। তিন ব্যক্তি (ঐ দিন) আল্লাহ তা‘আলার আরশের ছায়ায় থাকবে। আরজ করা হল: ইয়া রাসূলাল্লাহ (ﷺ) তারা কারা হবে? ইরশাদ করলেন:
(১) ঐ ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানী দূর করে,
(২) আমার সুন্নাতকে জীবিতকারী,
(৩) আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠকারী।”
তথ্যসূত্রঃ
১. আল বাদূরুস সাফিরাতু লিস্ সূয়ুতী, ১৩১ পৃষ্ঠা, হাদীস- ৩৬৬,
২. ইমাম সুয়ূতীঃ আরশের ছায়ায় যাদের কায়া, পৃষ্ঠা ৪২,
৩. শরহুয যুরকানী আলাল মুয়াত্তা, কিতাবুস শে'র, খন্ড ৪. পৃষ্ঠা, ৪৬৯, হাদিস ১:৮৪১।