কিতাবঃ ফাযায়েলে দুরূদ (২২২ হাদিস)

লেখক, অনুবাদক, সংকলকঃ ডা. মাসুম বিল্লাহ সানি

ব্লগারঃ ইসলামী বিশ্বকোষ


━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━








কিতাবঃ ফাযায়েলে দুরূদ (২২২ হাদিস)

লেখক, সংকলক, অনুবাদকঃ

ডা. মাসুম বিল্লাহ সানি

প্রথম প্রকাশকালঃ ২৪.০১.২০২০

কপিরাইট © লেখক কর্তৃক সংরক্ষিত।

প্রকাশনায়ঃ সুন্নি সাইবার টিম

যোগাযোগঃ sunnipedia.submit@gmail.com


সম্পাদনাঃ মুফতী সৈয়দ সাইফুল ইসলাম বারী।




উৎসর্গঃ


প্রিয় নবী (ﷺ), তাঁর আহলে বাইত ও শোহাদায়ে কারবালা





লেখক পরিচিতিঃ 



তরুণ লেখক মুহাম্মদ মাসুম বিল্লাহ সানি, ২০১২ সাল থেকে মেডিক্যালে অধ্যয়নরত অবস্থায় ধর্মীয় বিষয় নিয়ে জ্ঞানচর্চা শুরু করে। সেই উদ্দীপনায় ২০১৫ সালে অনলাইন এক্টিভিটিস্ট হিসেবে ইসলামী-বিশ্বকোষ নামক ব্লগ পরিচালনা শুরু করে। যা ইতিমধ্যেই ব্যাপক জ্ঞান তথ্যভান্ডারে পরিনত হয়েছে। দ্বীনের সঠিক আকিদা প্রচারে তরুণ মুসলিম ভাইদের নিয়ে কাজ করেছেন।

লেখকের লিখিত ইসলামিক কিতাবের মধ্যে রয়েছেঃ

১.মানাকিবে আহলে বাইত,

২.কদম্বুচি শিরক নয় সুন্নাহ,

৩.আন নাবী আল উম্মী,

৪.ফাযায়েলে দুরূদ,

৫.ইলমে দ্বীন অর্জনের ফজিলত,

৬.ইবাদত কবুলে আকিদার বিশুদ্ধতার গুরুত্ব,

৭.আল-বিদআতঃ বিদআতে সাইয়্যা ও বিদআতে হাসানা,

৮.শব্দ ব্যবহারের শিষ্টাচার,

৯.সৃষ্টিতত্ত্ব ও নূরতত্ত্ব। যেগুলো এখনও অপ্রকাশিত।


মসলকে আ'লা হযরতের অনুসারী। ২০১৫ সালের দিকে পীরে কামেল, আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) এর নিকট বায়াত গ্রহণ করে তরিকায়ে কাদরীয়াতে দাখিল হন।





সূচীপত্রঃ




১ম অধ্যায়ঃ দুরূদ পাঠের আদব সংক্রান্ত মাসায়েল।

❏সালাম ব্যতিত দুরূদ পাঠ মাকরূহ

❏হযরত ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান (رحمة الله) কর্তৃক প্রণীত কিছু আদব।

❏যে সমস্ত স্থানে বা অবস্থায় দুরূদ পড়া নিষিদ্ধ এবং বৈধ।

❏বাহারে শরীয়তে দোয়া-দুরূদ বিষয়ক কিছু মাসায়েল।


২য় অধ্যায়ঃ কুরআন হাদিসে দুরূদ পাঠের নির্দেশ।

❏ আল-কুরআনের বর্ণনায় দুরূদের ফজিলত।

● আয়াত ১-৫

❏ আল-হাদিসের বর্ণনায় দুরূদ-সালামের ফজিলত

● হাদিস ১-২


৩য় অধ্যায়ঃ দুরূদ শরীফ না পড়ার ক্ষতি।

● হাদিস ১-১৪: 

➥আল্লাহ তা‘আলার রহমত থেকে বঞ্চিত

➥জাহান্নামে প্রবেশ করবে

➥জান্নতের রাস্তা ভূলে গেল

➥জান্নাতের পথের প্রতি উদাসীন

➥সে আমার প্রতি জুলুম করল

➥ঐ ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হােক

➥তাদের উপর চরম অনুশোচনা সৃষ্টি হবে

➥সে ব্যক্তি দুর্ভাগা

➥দুরূদ শরীফ বর্জনকারী বড়ই কৃপণ।


৪র্থ অধ্যায়ঃ ফাযায়েলে দুরূদ ও জুম্মা।

● হাদিস ১-১৫

❏ জুমআ'র দিবা-রাত্রি অধিক হারে দুরূদ পাঠ।

❏ জুমআ'র দিনে নির্দিষ্ট করে দুরূদ পড়া জায়েজ।


৫ম অধ্যায়ঃ ফাযায়েলে দুরূদ ও ফেরেশতা।

● হাদিস ১-৫

রওজা মুবারক ঘিরে ৭০ হাজার ফেরেশতার দিবা-রাত্রি দুরূদ পাঠ

❏ তাজিম ও মুহাব্বতের সাথে পাঠকৃত দুরূদ থেকে ফেরেশতার সৃষ্টি। 

❏ বিরাটকার ফেরেশতার ঝাড়া দেয়া ডানা থেকে পরা প্রতিটি ফোঁটা থেকে ১জন ফেরেশতার সৃজন।

❏ ৭০ হাজার ডানা বিশিষ্ট পাখি সৃজন।


৬ষ্ঠ অধ্যায়ঃ আম্বিয়া (আলাইহিমুস সালাম) সম্পর্কিত ফাযায়েলে দুরূদ। 

● হাদিস ১-৬

❏ হযরত আদম (عليه السلام) এর মোহরানা আদায়।

❏ হযরত খিযির (عليه السلام) এবং হযরত ইলিয়াস (عليه السلام) এর ঘটনা সম্পর্কিত হাদীস।

❏ দুরূদের মাধ্যমে হযরত মূসা (عليه السلام) এর কল্যাণ লাভ। 

❏ আল্লাহর আম্বিয়া (عليه السلام)-এর ওপর দুরূদ প্রেরণ।


৭ম অধ্যায়: হায়াতুল আম্বিয়া। উম্মতের পাঠকৃত দুরূদ ও আমলসমূহ রাসূলুল্লাহ (ﷺ)'র নিকট পৌঁছায়।

● হাদিস ১-২৮:

❏ ইমামগণের বর্ণনায় উম্মতের পাঠকৃত দুরূদ পেশ।

❏ হাদিসের বর্ণনায় উম্মতের পাঠকৃত দুরূদ পেশ।

❏ রাসূলুল্লাহ (ﷺ)'র নিকট আমাদের আমলসমূহ পৌঁছায়।

❏ রাসূলুল্লাহ (ﷺ) দুরূদ পাঠকারীকে চিনেন এবং জবাব প্রদান করেন।


৮ম অধ্যায়: হজ্জ্ব, আজান, নামাজ, ইকামাত, মসজিদ ও ঘরে প্রবেশের সময় দুরূদ পাঠ।

● হাদিস ১-২০:

❏ আযানের পূর্বে দুরূদ ও সালাম।

❏ আযানের পর দুরূদ ও সালাম।

❏ ইকামাতের পূর্বে দুরূদ ও সালাম।

❏ মসজিদে প্রবেশের সময় দুরূদ ও সালাম।

● হাদিস ১-৭: 

➡নামাজের মধ্যে দুরূদ পাঠ সম্পর্কিত হাদিস ও মাসায়েল।

● হাদিস ১-৮:

❏ মোনাজাতের মধ্যে দুরূদ পাঠ। 

❏ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ।

❏ ঘরে প্রবেশের সময় দুরূদ ও সালাম।

❏ তালবীয়াহ পাঠ শেষ করার পর দুরূদ পড়া

❏ সাফা ও মারওয়ার মাঝে দুরূদ শরীফ পাঠ

❏ রওজা শরীফ যিয়ারতের সময় দুরূদ শরীফ পড়া।

● হাদিস ১-১৫ : 

➡বিভিন্ন শব্দে দুরূদ শরীফ পাঠ

● হাদিস ১-১৭ :

➡রাসূলুল্লাহ (ﷺ) সহ অন্যান্য যাদের উপর দুরূদ পড়া যায়, বিভিন্ন শব্দে দুরূদে ইব্রাহীম।

আরো কিছু দুরূদ শরীফ। 


৯ম অধ্যায়: দুরূদ পাঠের অগণিত ফজিলত

● হাদিস ১-৮২:

❏ সাক্ষাত, বিদায়, কোন মজলিশে দুরূদ পাঠ

❏ রহমত নাজিল হয়

❏ ফেরেশতাগণ কর্তৃক দুরূদ প্রেরণকারীর জন্য দোয়া প্রার্থনা 

❏ রাসূলুল্লাহ (ﷺ)'র নিকটবর্তী হয়ে শাফায়াত লাভ

❏ দোয়া কবুলের পূর্বশর্ত

➠দোয়া আসমান ও জমীনের মাঝখানে ঝুলন্ত থাকে

➠প্রত্যেক দো'আ পর্দাবৃত থাকে

➠দুরূদের মাধ্যমে দোয়া কবুল হয়

➠কিয়ামতের দিন রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মুসাফাহা

❏ উম্মতের জন্য মাগফিরাত ও গুনাহের কাফফারা 

❏ আশি বছরের গুনাহ্ মাফ 

❏ জিকির ও কুরআন তেলাওয়াতের পর দুরূদ পাঠ

❏ দুরূদ পাঠ উম্মতের জন্য পবিত্রতা

❏ অভাব ও বিপদাপদ দূরীভূত হয়

❏ কিয়ামতের দিন মুক্তি লাভ

❏ মিজানের পাল্লা ভারী

❏ আরশের ছায়াতলে অবস্থান

❏ কিয়ামতের দিন মুক্তি লাভ

❏ জান্নাত লাভ

❏ উহুদ পর্বতের সম-পরিমাণ সাওয়াব

❏ মহান আল্লাহর সন্তুষ্টি লাভ

❏ গোলাম আযাদ, হজ্জ্ব ও জিহাদের সমপরিমাণ সাওয়াব

❏ ৪০০ জিহাদের সওয়াব (প্রত্যেক জিহাদ ৪০০ হজ্জের সমান)

❏ ৭০জন ফেরেশতা সাওয়াব লিখতে থাকেন

❏ অযু করার সময় দুরূদ শরীফ পাঠ

❏ কানে শব্দ হলে দুরূদ শরীফ পাঠ

❏ আযাব থেকে মুক্তি

❏ নিরাপদে পুলসিরাত পার

❏ চেহারার উজ্জ্বলতা ও দুরূদ পাঠের ঘটনা

❏ দুরূদ শরীফ বিষয়ে সাহাবায়ে কেরাম ও তাবেঈদের رَضِيَ اللهُ عَنْهُمْ বাণী

❏ দুরূদ পাঠের মাধ্যমে বংশধর কল্যাণপ্রাপ্ত হয়

❏ কোন কিছু ভুলে গেলে দুরূদ পাঠ।


১০ম অধ্যায়ঃ ইমাম ও বুজুর্গানে দ্বীনের বর্ণনায় দুরূদের ফজিলত।

● ঘটনা ১-১৮।

Top