❏ ঘটনা ৮:
হযরত শিবলী (رحمة الله) এর ঘটনা
বিশ্বস্ত সনদ সহকারে শায়খ আহমদ ইবনে আবু বকর ইবনে রাদ্দাদ সুফী (رحمة الله) ও মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) স্বীয় কিতাবে শায়খ মজদুদ্দীন ফিরূযাবাদী থেকে রিওয়ায়ত করেন যে আকনসী (رحمة الله) বলেন,
"একদা হযরত শিবলী (رحمة الله) বাগদাদ শরীফের বিজ্ঞ আলিম হযরত সায়্যিদুনা আবূ বকর মুজাহিদ (رحمة الله) এর নিকট তাশরিফ নিলেন। আবু বকর মুজাহিদ (رحمة الله) তার সম্মানার্থে দাঁড়িয়ে যান এবং তার সাথে কোলাকুলি করেন আর তারা উভয় চোখের মাঝখানে চুমাে দেন। আমি আরজ করলাম, হে আমার সরদার! আপনি হযরত শিবলী (رحمة الله) এর সাথে এমন ব্যবহার কেন করলেন? অথচ আপনি এবং বাগদাদের সমস্ত লােক তাঁকে পাগল মনে করেন। উত্তরে তিনি বললেন, আমি নিজ তরফ থেকে এ কাজ করিনি, বরং হযরত নবী করীম (ﷺ) কে এরূপ করতে দেখেই করেছি। একদিন আমি স্বপ্নে দেখি যে, হযরত শিবলী (رحمة الله) হুযূর আকরম (ﷺ) এর পাক দরবারে উপস্থিত হয়েছেন। তাঁর আগমনে তিনি দাঁড়িয়েছে এবং তাঁর সাথে কোলাকুলি করেছেন, আর তাঁর উভয় চোখের মাঝখানে চুমাে দিয়েছেন। আমি হুযূর আকরম (ﷺ) এর নিকট আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি শিবলী (رحمة الله)-এর সাথে এরূপ সদয় ব্যবহার কেন করলেন? ইরশাদ করলেন, কেননা তিনি নামাযের পর কুরাআনে পাকের এ আয়াতটি তিলাওয়াত করেন,
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
এ আয়াতটি তিলাওয়াতের পর তিনি আমার ওপর দরূদ শরীফ পাঠ করেন।"
তথ্যসূত্রঃ
(১) ইমাম সাখাবী (رحمة الله), আল-কওলুল বদী ফিস সালাত আলাল হাবিবিশ শফী, পৃষ্ঠা ১৭৭।
(২) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৫৬, গাজী প্রকাশনী।
(৩) মু’সিসাতুর রাইয়ান, বৈরুত।
❏ ঘটনা ৯:
হজরত শিবলী (رحمة الله) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আমার একজন প্রতিবেশী মারা যায়। আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করি, আল্লাহ তা'আলা তােমার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি বললেন, আমার সম্পর্কে কি জিজ্ঞাসা করেন, আমার ওপর তাে বড়ই মুসিবত এসেছিল। বিশেষ করে মুনকার-কীরের সওয়ালের সময়। আমার তাে মনে হচ্ছিল যে, আমি যেন দীনে ইসলামের ওপর মৃত্যুবরণ করিনি। এমন সময় হঠাৎ আওয়াজ হলাে, তুই যে তাের মুখকে বেকার রেখেছিলে, এ যে তারই শাস্তি। যখন আযাবের ফেরেশতাগণ আমার দিকে এগিয়ে আসে। তখন আমি দেখতে পাই যে, খােশবুত মুখরিত একজন সুন্দর পুরুষ আমার এবং ফেরেশতাদের মাঝখানে আড়াল হয়ে আছেন। তিনি আমাকে ঈমানের দলীল বাতলিয়ে দেন। আমি লােকটিকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুক, আপনি কে? তিনি বললেন, আমি সেই ব্যক্তি, যাকে আল্লাহ তা'আলা আপনার অধিক সংখ্যক
দরূদ শরীফ পাঠ করার ফলে সৃষ্টি করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন আপদে-বিপদে আপনাকে সাহায্য করি।"
তথ্যসূত্রঃ
(১) আস-সাখাবী (رحمة الله), আল-কওলুল বদী' ফিস সালাত আলাল হাবীবিশ শফী; পৃ. ১২৭;
(২) ইবনুন নু'মান (رحمة الله), মিসবাহস যাল্লাম ফিল মুসতাগিসীনা বি-বায়রিল আনাম আলায়হিস সালাতু ওয়াস সালাম, ২৩৩।
(৩) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৫৭, গাজী প্রকাশনী।