৬ষ্ঠ অধ্যায়ঃ আম্বিয়া (আঃ) সম্পর্কিত ফাযায়েল।
হযরত আদম (عليه السلام) এর মোহরানা আদায়
❏ হাদিস ১:
হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত জুমআ'র দিন যোহর থেকে আছর পর্যন্ত এ সময়ের মধ্যে আল্লাহ তা’আলা হাওয়া (عليه السلام) কে আদম (عليه السلام) এর বাম পাজর থেকে সৃষ্টি করলেন,আর তখন তিনি ঘুমিয়ে ছিলেন। আদম (عليه السلام) যখন হাওয়া (عليه السلام) এর নিকট গেলেন তখন ফেরেশতারা মোহরানা আদায় করতে বললেন, তখন আদম (عليه السلام) বললেন তার মোহরানা কী? তখন ফেরেশতারা বললেন আপনি হযরত মুহাম্মদ (ﷺ) এর উপর তিনবার দুরূদ শরীফ পড়ুন।”
তথ্যসূত্রঃ
[ইমাম কাস্তালানীঃ মাওয়াহেবে লাদুন্নিয়াঃ ১/৭৬পৃষ্ঠা, মাকতাবাতুল ইসলাম, বৈরুত, লেবানন,
ইবনে কাসীরঃ বেদায়া ওয়ান নেহায়াঃ ১/৭৪ পৃষ্ঠা,
আল্লামা মোল্লা আলী ক্বারীঃ আল মাওয়ারিদুর রাভী ফি মওলুদুন্নবীঃ ১৫ পৃষ্ঠা]