অযু করার সময় দুরূদ শরীফ পড়া।
❏ হাদিস ৭৩:
ইমাম ইবনে মাযাহ (رحمة الله) হযরত সাহল বিন সাদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী আকরাম (ﷺ) ইরশাদ করেন, “ঐ ব্যক্তির অযু পূর্ণাঙ্গ হলাে না, যে নবী আকরাম (ﷺ) এর উপর দুরূদ শরীফ পড়েনা।”
তথ্যসূত্রঃ
১.ইমাম সুয়ুতি, জামেউস সগীর, ১ম খণ্ড, হা/১৪৪৬০,
২.আল্লামা মুত্তাকি হিন্দি, কানযুল উম্মাল, ২ . হা/২৬২৩৯,
৩.ইমাম তাবরানী, মুজামুল কাবীর, ৬/১২১ পৃ. হা/৫৬৯৮,
৪.ইমাম সুয়ূতি, খাসায়েসুল কোবরা, ২/৪৫৬ পৃ.।
৫.ইমাম কাস্তালানীঃ আল মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহঃ ৩য় খন্ড, ৪২৫ পৃ, সাকলাইন প্রকাশনী।