কানে শব্দ হবার সময় দুরূদ শরীফ পাঠ


❏ হাদিস ৭৪: 


হযরত ইবনে আবি রাফের বর্ণনা, যা ইমাম ইবনুস সুন্নি (رحمة الله) মারফু বর্ণনা করেন। নবী আকরাম (ﷺ) ইরশাদ করেন,

“কারাে কান থেকে শব্দ হতে শুরু করে, তখন আমাকে স্মরণ করাে আর আমার প্রতি দুরূদ শরীফ পড়াে। আর বলবে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করুণ। যে আমাকে কল্যাণের সাথে স্মরণ করেছে।” 


তথ্যসূত্রঃ

১.ইমাম সুয়ূতি, জামেউস সগীর, ১ম খন্ড, হা/১৫৯৯,

২.বায়হাকী, দাওয়াতুল কাবীর, ২/৮৪, হা/৪৯০,

৩.ইমাম তাবরানী, মু'জামুল আওসাত, ৯/৯২পৃ, হা/৯২২২,

৪.ইমাম তাবরানী, মুজামুল কাবীর, ১/৩২১ পৃ. হা/৯৫৮, 

৫.ইমাম বাযযার, আল-মুসনাদ, হা/৩৮৮৪, 

৬.আল্লামা মুত্তাকি হিন্দি, কানযুল উম্মাল, ১৫/৪১৭ পৃ. হা/৪১৬৪৪, 

৭.হায়ছামী, মাযমাউয-যাওয়াইদ, ১০/১৩৮ পূ, হা/১৭১৪২, 

৮.ইমাম হাইসামী বলেন,-“এ হাদিসটির সনদ হাসান। 

৯.ইমাম ইবনে কাসির, জামেউল মাসানীদ, হা/১২৪৩৩। 

১০.ইমাম কাস্তালানীঃ আল মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহঃ ৩য় খন্ড, ৪২৫ পৃ, সাকলাইন প্রকাশনী।


কোন কিছু ভুলে গেলে দুরূদ পাঠ।


❏ হাদিস ৮২:  


হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি নবী আকরাম (ﷺ) ইরশাদ করেন, 

“তােমরা যখন কোন বিষয় ভুলে যাও, তখন আমার উপর দুরূদ শরীফ পড়াে ইনশাআল্লাহ স্মরণ হয়ে যাবে।” 

[ইমাম কাস্তালানীঃ আল মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহঃ ৩য় খন্ড, ৪২৬ পৃ]

Top