৫ম অধ্যায়ঃ ফাযায়েলে দুরূদ ও ফেরেশতা
রওজা মুবারক ঘিরে ৭০ হাজার ফেরেশতার দিবা-রাত্রি দুরূদ পাঠ
❏ হাদিস ১:
নবীহ্ বিন ওয়াহাব (রহঃ) বর্ণনা করছেন, হযরত কাআব বিন আহবার (رضي الله عنه) উম্মুল-মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (رضي الله عنه)'র কাছে আগমন করলেন। কথাবার্তার এক পর্যায়ে নবী-পাক (ﷺ) সম্বন্ধে আলােচনার সূচনা হয়। এমন সময় হযরত কাআব বিন আহবার (رضي الله عنه) বলেছিলেন,
"প্রত্যহ ভােরে ৭০ হাজার ফেরেশতা (আসমান থেকে জমিনে) অবতরণ করেন। তাঁরা (তাদের ডানাগুলাে দিয়ে) নূরানী কবর মােবারককে আচ্ছন্ন করে রাখেন। তাঁরা তাঁদের ডানা দিয়ে (বরকতের জন্য কবর মুবারক) স্পর্শ করেন এবং নবী-পাক (ﷺ) এর প্রতি সালাত ও সালাম পেশ করতে থাকেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা (আসমানের দিকে) উঠে যান। পরে অনুরূপ আরাে ৭০ হাজার ফেরেশতা পবিত্র কবরকে তাদের ডানা দিয়ে আচ্ছন্ন করে রাখেন এবং বরকতের জন্য তাদের ডানা দিয়ে কবর-শরীফ স্পর্শ করেন। এভাবে ৭০ হাজার ফেরেশতা দিনে এবং ৭০ হাজার ফেরেশতা রাতে নবী-পাক (ﷺ) এর প্রতি সালাত ও সালাম পেশ করে থাকেন। এক সময় যেদিন (কেয়ামতের দিন) তার (নূরানী কবরের) জমিন ফেঁটে যাবে, তখন তিনি এমন ৭০ হাজার ফেরেশতার সমভিব্যাহারে সেখান থেকে জলওয়াগর হবেন, যারা তখন তাঁর মহত্ব ও গৌরবের ডঙ্কা বাজাতে থাকবেন।
তথ্যসূত্রঃ
(১) কুরতুবী, আত তাযকিরাতু ফি উমূরি আহওয়ালিল মাউতা ওয়া উমূরিল আখিরাতিঃ ২১৩, ২১৪, বাবুন ফি বিছিন নবী (ﷺ) মিন কবরিহী।
(২) দারিমী, আস-সুনান, খ, ১, পৃ. ২২৮, হাদীস: ৯৫।
(৩) বােখারী, আর রদু আলা মন ইয়াকূলুল কুরআনাল মাখলুক ৬৩, হাদিস নম্বর: ৮৯।
(৪) ইবনু হাব্বান, আল আযমাহ। ৩: ১০১৮, ১০১৯। হাদিস নম্বর: ৫৩৭।
(৫) ইবনু ইসহাক এযদী, ফদ্বলুস সালাতি আলান নবিয়্যি । ৯২, হদিস নম্বর: ১০১।
(৬) বায়হাকী, শুআবুল ঈমান। ৩: ৪৯২, ৪৯৩। হাদিস নম্বর: ৪১৭০।
(৭) আবু নাঈম, হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আছফিয়া, ৫: ৩৯০।
(৮) ইবনু জাওযী, আল ওয়াফা বি আহওয়ালিল মােস্তফা (ﷺ) ৮৩৩, হাদিস নম্বর: ১৫৭৮।
(৯) ইবনু কাইয়িম, জালাউল আফহাম ৬৮, হাদিস নম্বর: ১২৯।
(১০) সামহুদী, ওয়াফাউল ওয়াফা ২: ৫৫৯।
(১১) কাস্তালানী, আল মাওয়াহিবুল লাদুনিয়্যাহ্, ৪: ৬২৫।
(১২) যারকানী, শরহুল মাওয়াহিবিল লাদুনিয়্যাহ্,১২: ২৮৩, ২৮৪।
(১৩) ইমাম সাখাভী (رحمة الله), আল-কওলুল বদী' ফিস সালাত আলাল হাবীবিশ শফী; পৃ. ৬০।
(১৪) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৬০, গাজী প্রকাশনী।
❏ হাদিস ২:
হযরত কাবে আহবার (رضي الله عنه) থেকে বর্ণিত আছে একদিন তিনি উম্মুল মুমিনীন হযরত আয়িশা (رضي الله عنه)-এর খিদমতে উপস্থিত হন। মজলিসের মধ্যে হযরত রাসূলে করীম (ﷺ)-এর আলােচনা চলছিল। এ সম্পর্কে হযরত কাব (رضي الله عنه) বলেন, এমন কোন দিন নেই, যাতে সূর্য উদিত হয়, আর সে দিন ৭০ হাজার ফেরেশতা অবতীর্ণ হয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর কবর শরীফকে ঘিরে রাখে না। তারা আপন পাখা কুড়িয়ে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর ওপর দুরূদ শরীফ পাঠ করেন। যখন সন্ধ্যা হয়, তারা চলে যান এবং তাদের স্থলে আবার ৭০ হাজার ফেরেশতা অবতীর্ণ হন। সকাল বেলার ফেরেশতারা যা করেছিলেন, সন্ধ্যা বেলায় ফেরেশতারাও তাই করেন। এ অবস্থা সে দিন পর্যন্ত বিদ্যমান থাকবে, যেদিন রাসূলুল্লাহ (ﷺ) কবর শরীফ থেকে বের হয়ে আসবেন, সেদিনও তাঁর চতুষ্পর্শে হাজার হাজার ফেরেশতা তাঁকে ঘিরে থাকবেন।