❏ হাদিস ৪৪: 


দুরূদ পাঠকারীর তিন দিন পর্যন্ত গোনাহ্ লেখা হয় না 

قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة امر الله حافظيه ان لا – يكتبا عليه – ذنبا ثلاثة ايّام –

অর্থাৎ : রাসূলে খোদা (ﷺ) এরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ তায়ালা তার কেরামান কাতেবীন ফেরেশতাদ্বয়কে কে তার উপর তিনদিন পর্যন্ত কোন গুনাহ্ না লেখার নির্দেশ দেন। (জিকরে এলাহি- ৯৮)  


আশি বছরের গুনাহ্ মাফ 


❏ হাদিস ৪৫:


হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,

যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে এবং তা কবুল হলে আল্লাহ তায়ালা তার ৮০ বৎসরের গুনাহ মিটিয়ে দেবেন।”


তথ্যসূত্রঃ

১.ইমাম আল্লাউদ্দিন হাসকাফী (رحمة الله), দুররুল মুখতার, ১/২২১ পৃ., গ্রন্থে ইমাম আবু শায়খ ইস্পাহানী (رحمة الله) সূত্রে।

২.ইমাম ইবনে আবেদীন শামী, ফাতােয়ায়ে শামী, ১/৫২ পৃ.,

৩.ইফরাকী, মুখতাসারু তারিখে দামেস্ক, ২/৪১৩ পৃ. 

৪.মুফতি আমজাদ আলী আযমী (رحمة الله),বাহারে শরিয়ত (তৃতীয় খণ্ড) ১৭৭ পৃ, সাকলাইন প্রকাশনী।


❏ হাদিস ৪৬:  


হযরত আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, হুযুর (ﷺ) ইরশাদ করেন,

الصلواة على نور على الصراط فمن صلى على يوم الجمعة ثمانين مرة غفرت له ذنوب ثمانين  سنة –

অর্থাৎ আমার উপরে প্রেরিত দুরূদ পুলসিরাতে নুর হবে। যে ব্যক্তি জুমুয়ার দিন আমার উপরে আশি বার দুরূদ পাঠ করবে। তার আশি বছরের গোনাহ্ মাফ করে দেওয়া হবে। 


তথ্যসূত্রঃ

১.ইমাম দারে কুতনী ও ইমাম ইবনে শাহীন বর্ণনা করেছেন। 

২.ইমাম নাবহানীঃ জাওয়াহেরুল বিহার ৪র্থ- ১৬৩, 

৩.আল ফিরদৌস বিমাসুরিল খাত্তাব, ২য় খন্ড, ৪০৮ পৃষ্ঠা, হাদীস- ৩৮১৪।

Top