মোনাজাতের মধ্যে দুরূদ পাঠ
❏ হাদিস ১:
ফাযালাত বিন উবাইদ (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেনঃ [আবু দাউদে বর্ণিত বিষয়বস্তু অনুসারে]
আল্লাহর রাসূল (ﷺ) শুনতে পেলেন কোন ব্যক্তি নামাযে দোয়া পড়ছেন কিন্তু না আল্লাহকে স্মরণ করছে না আল্লাহর পয়গাম্বরের উপর দূরুদ পড়ছে। আল্লাহর রাসূল বললেনঃ সে তাড়াহুড়া করলো। অতঃপর তাকে ডাকলেন এবং তাকে ও অন্যদেরকে বললেনঃ যখন তোমাদের কেউ নামায পড়লো সে যেন প্রথমে আল্লাহর হামদ ও সানা পড়ে,অতঃপর আল্লাহর রাসূলের উপর দূরুদ পড়ে। অতঃপর যা ইচ্ছা আল্লাহর নিকট চাইতে পারে।
তথ্যসূত্রঃ
[সূনানে আবু দাউদ খঃ ২ পৃঃ ৭৭, হাদীস ১৪৮০, সূনানে তিরমিযি, কিতাবে দোয়া খঃ ১৩ পৃঃ ২১]
❏ হাদিস ২:
অন্য এক রেওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে, যে নামায পড়লো ও নিজের জন্য দোয়া করলো কিন্তু না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং না আল্লাহর নবীর উপর দূরুদ পড়লো, বলেনঃ হে নামায আদায়কারী! যখনই নামায পড়লে ও বসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে ও আমার প্রতি দূরুদ পড়বে। অতঃপর আল্লাহর নিকট কিছু চাইবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অপর এক ব্যাক্তিকে যে নামায পড়লো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও রাসূলের প্রতি দূরুদ পাঠ করলো, তাকে বললেনঃ হে নামায আদায়কারী, তুমি যা দোয়া কর তা কবুল হবে।
তথ্যসূত্রঃ
[মুসনাদে আহমাদ খঃ ৬ পৃঃ ১৮, সুনানে নাসাঈ খঃ৩ পৃঃ ৪৪, মুস্তাদরকে হাকিম কঃ ১ পৃঃ ২৬৮, ইমাম নববীঃ রিয়াদুস সালিহীন পৃঃ ৩৮২]