৭০জন ফেরেশতা সাওয়াব লিখতে থাকেন
❏ হাদিস ৭২:
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, “যে ব্যক্তি এটা বলে:
جَزَ اللهُ عَنّا مُحَمَّدًا مَّا هُوَ اَهْلُه
৭০ জন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত তার জন্য নেকী লিখতে থাকে।”
[ইমাম তাবারানীঃ আল-মুজাম আওসাত, ১ম খন্ড, ৮২ পৃষ্ঠা, হাদীস- ২৩৫]
অনুবাদ: আল্লাহ্ তাআলা আমাদের পক্ষ থেকে হযরত মুহাম্মদকে এমন প্রতিদান প্রদান করুন, তিনি যেমন এর উপযুক্ত।