আল্লাহর আম্বিয়া (عليه السلام)-এর ওপর দুরূদ প্রেরণ 


❏ হাদিস ৫: 


উক্ত কিতাবে হযরত আবু হুরাইরা (رضي الله عنه) থেকে হাদীস বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, 

"তােমরা আল্লাহ তা'আলার অপরাপর পয়গম্বর (عليه السلام)-এর ওপরও দুরূদ শরীফ প্রেরণ কর। তাঁদেরকেও রাসূলরূপে প্রেরণ করেছেন।" 


তথ্যসূত্রঃ

(১) ইমাম সাখাভী (رحمة الله),  আল-কওলুল বদী ফিস সালাত আল হাবীবিশ শফী; পূ, ৬১।

(২) আল বায়হাকী, শুয়াবুল ঈমান, খ, ১, পৃ. ২৭৭-২৭৮, হাদীস: ১৩০; 

(৩) আল-বায়হাকী, আদ-দাওয়াতুল কবীর, খ, ১, পৃ. ২৬৩, হাদীস: ১৮০। 

(৪) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৫৯, গাজী প্রকাশনী।


❏ হাদিস ৬:


হযরত আনাস ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন,

"যদি তােমরা আমার ওপর সালাম প্রেরণ কর, তবে হযরত আম্বিয়ায়ে কিরাম (عليه السلام)-এর ওপরও সালাম প্রেরণ করবে।"


তথ্যসূত্রঃ

(১) ইবনে আবি আসিম, কিতাবুস সালাত আলান্নাবী (ﷺ), পৃ. ৫৪, হাদীস: ৭০,  

(২) ইমাম সাখাভী, আল কওলুল বদী ফিস সালাত আলাল হাবীবিশ শফী (ﷺ), পৃষ্ঠা ৬১।

(৩) শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله) : হৃদয়ের টানে মদিনার পানেঃ পৃষ্ঠা ৩৫৯, গাজী প্রকাশনী।



Next
This is the most recent post.
Previous
পুরাতন পোস্ট
Top