রাতের কিছু সময় ইলিম চর্চা করা
أَخْبَرَنَا هَارُونُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ جُرَيْجٍ، يَذْكُرُ عَمَّنْ حَدَّثَهُ، عَن ابْن عَبَّاس قَالَ: تَدَارُسُ الْعِلْمِ سَاعَةً مِنَ اللَّيْلِ خَيْرٌ من إحيائها. رَوَاهُ الدَّارمِيّ
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাতের সামান্য সময় ইলিম চর্চা করা সারা রাত্র নফল নামাজের চেয়েও উত্তম।” ৯৭৯৭, সুনানে দারেমী শরীফ, হাদিস নং ২৭১; ইমাম মারওয়াজী: ‘কিয়ামুল লাইল, ১ম খন্ড, ১১৭ পৃ:; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, ১ম খন্ড, ২৭৯ পৃ:; মেসকাত শরীফ, হাদিস নং ২৫৬; ইত্তেহাফু মিহরাত, হাদিস নং ৯১৭২;
এই হাদিসের সকল রাবীগণ বুখারী-মুসলীমের রাবী শুধু هَارُونُ بْنُ مُعَاوِيَةَ ‘হারুন ইবনে মুয়াবিয়া’ ব্যতীত। ইমাম আবু হাতিম ( رَحْمَةُ الله عليه) তাকে صدوق সত্যবাদী বলেছেন।৯৮৯৮, ইমাম মিযযী: তাহজিবুল কামাল, রাবী নং ৫৬৫২;
ইমাম যাহাবী ( رَحْمَةُ الله عليه) তাকে صدوق সত্যবাদী বলেছেন।৯৯৯৯, ইমাম যাহাবী: আল কাশেফ, রাবী নং
হাফিজ ইবনে হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه) তাকে صدوق সত্যবাদী বলেছেন।৯০০৯০০, ইমাম আসকালানী: তাকরীবুত তাহজিব, রাবী নং ৭২৪১;
অতএব, এই হাদিস ছহীহ্ বা বিশুদ্ধ।
------------------------------