প্রিয় নবীজি আল্লাহর নূর থেকে, সকল কিছু নবীর নূর থেকে
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا مِنْ نُورِ اللَّهِ وَالمُؤْمِنُونَ مِنْ نوري
-“আল্লাহর রাসূল ( ﷺ) বলেছেন: আমি আল্লাহর নূর থেকে আর মু’মীনগণ আমার নূর থেকে।” (আল্লামা ঈসমাইল হাক্বী: তাফছিরে রুহুল বয়ান, ২য় খন্ড, ৩৭১, ৪২৯ পৃ:; ৪র্থ খন্ড, ২৪১ পৃ:; মতায়েলুল মুর্সারাত র্শহে দালায়েলুল খায়রাত; গাউছে পাক: ছেররুল আছরার, ৪৯ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মুওজুয়াতুল কবীর, ৪০ পৃ:; ইমাম মোল্লা আলী: মাওজুয়াতুল কোবরা, ৭২ পৃ:; ইমাম আজলুনী: কাশফুল খাফা, ১ম খন্ড, ১৮৫ পৃ:; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ৯৮ পৃ:;)
হাদিসটি উল্লেখ করে হাফিজুল হাদিস, ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه), ইমাম আজলুনী ( رَحْمَةُ الله عليه) ও ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه) লিখেছেন,
وَقَالَ السَّخَاوِيُّ هُوَ عِنْدَ الدَّيْلَمِيِّ بِلَا إِسْنَادٍ عَنْ عَبْدِ بْنِ جَرَادٍ مَرْفُوعًا أَنَا مِنَ اللَّهِ وَالْمُؤْمِنُونَ مِنِّي
-“ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه) বলেন: এই হাদিস ইমাম দায়লামী ( رَحْمَةُ الله عليه) তদীয় কিতাবে সনদবিহীন এভাবে উল্লেখ করেছেন: ‘আমি আল্লাহ (নূর) হতে আর সকল কিছু আমার (নূর) হতে।”(ইমাম আজলুনী: কাশফুল খাফা, ১ম খন্ড, ১৮৬ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মওজুয়াতুল কোবরা, ৭২ পৃ:; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ৯৮ পৃ:;)
হাফিজুল হাদিস, ইমাম শামছুদ্দিন ছাখাবী ( رَحْمَةُ الله عليه), ইমাম মুহাম্মদ ইবনু আব্দিল্লাহ যারকাশি ( رَحْمَةُ الله عليه) ও হাফিজ ইবনু তাইমিয়া وَالْمُؤْمِنُونَ مِنِّي কথাটি প্রমাণ করার জন্য কয়েকটি রেওয়ায়েত উল্লেখ করে বলেছেন। যেমন ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه) লিখেছেন,
قال شيخنا إنه كذب مختلق وقال بعض الحفاظ لا يعرف هذا اللفظ مرفوعا لكن ثبت في الكتاب والسنة أن المؤمنين بعضهم من بعض وفي السنة قوله لحي الأشعريين هم مني وأنا منهم وقوله لعلي أنت مني وأنا منك وللحسين هذا مني وأنا منه وكله صحيح
-“আমাদের শায়েখ বলেছেন: নিশ্চয় ইহা মিথ্যা ও কল্পিত। কোন কোন হাফিজ বলেছেন, ইহা মারফুভাবে এই শব্দ গুলোকে চিনিনা, তবে ইহা কিতাবুল্লাহ ও সুন্নাহ দ্বারা ইহা প্রমাণিত। নিশ্চয় মু’মীনগণ একে অপরের সাথে সম্পৃক্ত। সুন্নাহ’র মধ্যে রয়েছে, আশআরী সম্পর্কীয় সেই বাণী, তোমরা আমার থেকে আমি তোমাদের থেকে। হযরত আলী (رضي الله عنه) সম্পর্কীয় বাণী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। হুসাইন (رضي الله عنه) সম্পর্কীয় বাণী, সে আমার থেকে আমি তাঁর থেকে। প্রত্যেকটিই ছহীহ্।”(ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, হাদিস নং ১৯০ এর ব্যাখ্যায়; ইমাম যারকাশী: আল লাআলীল মানছুরাহ ফি আহাদিছিল মাশহুরাহ, ১ম খন্ড, ১৮৯ পৃ:; ইবনে তাইমিয়া: আহাদিছুল কাছাছ, ১ম খন্ড, ৭০ পৃ:;)
ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه) অন্যান্য হাদিস থেকে দায়লামীর হাদিসটির মাআনা ছহীহ্ প্রমাণ করেছেন। এছাড়াও ইমাম দায়লামী ( رَحْمَةُ الله عليه) প্রতি আস্থা রেখে হাদিসটি গ্রহণ করা যায়, কেননা বুখারী শরীফেও এরূপ অনেক সনদবিহীন “তা’লিক হাদিস” রয়েছে যে গুলোকে মুছান্নিফের উপর নির্ভর করে গ্রহণ করা হয়। ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه)সহ অন্যান্য ইমামগণ ইমাম দায়লামীর উপর নির্ভর করেই অন্যান্য হাদিসের সাথে সাদৃশ্য বিধায় হাদিসটির মাআনা গ্রহণ করেছেন ও বয়ান করেছেন।
--------------------------------