দুইবার জন্ম হওয়া সম্পর্কীত
لئن يلج الانسان الى ملكوت السموت حتى يولد مرتين كما يولد الطير مرتين
-“হযরত ঈসা (عليه السلام) বলেন: পাখি যেমন দুইবার জন্মগ্রহণ করে, মানুষ তেমনি দুইবার জন্মগ্রহন না করলে আসমান সমূহের মালাকুতে প্রবেশ করতে পারবেনা।”
(গাউছে পাক: ছেররুল আছরার, ৭৭ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ১ম খন্ড, ২৯১ পৃ: মোট ১১বার উল্লেখ আছে; তাফছিরে নিছাপুরী, ২য় খন্ড, ২৬৭ পৃ:; হুছাইন আহমদ মাদানী: আশ শিহাবুছ ছাকিব, ৫০ পৃ:;)
আল্লামা নিজামুদ্দিন হাছান ইবনে মুহাম্মদ ইবনে হুছাইন নিছাপুরী ( رَحْمَةُ الله عليه) ওফাত ৮৫০ হিজরী তদীয় কিতাবে এভাবে উল্লেখ করেন,
قال النبي صلى الله عليه وسلم عن عيسى أنه قال: لن يلج ملكوت السموات والأرض من لم يولد مرتين.
-“আল্লাহর নবী ( ﷺ) এরশাদ করেন, হযরত ঈসা (عليه السلام) বলেছেন: মানুষ দুইবার জন্মগ্রহণ না করলে আসমান সমূহের মালাকুতে প্রবেশ করতে পারবেনা।”(তাফছিরে নিছাপুরী, ২য় খন্ড, ২৬৭ পৃ:;)
এর কোন সনদ নেই এবং কোন ইমাম এর মাআনা ছহীহ্ বলেছেন বলে উল্লেখ নেই তবে এর ভাবার্থ সঠিক বলে মনে হচ্ছে। {বি: দ্র: পাখির ডিম হয়ে একবার জন্ম হয় ও আরেকবার ডিম থেকে বাচ্চা রুপে জন্ম হয়; মানুষের মায়ের গর্ভ থেকে একবার জন্ম ও আরেকবার আত্বার জন্ম}
----------------------------