নবীজিকে আওয়াল আখেরের ইলিম দেওয়া হয়েছে
وفي رواية فعلمت علم الأولين والآخرين
-“আল্লাহর রাসূল ( ﷺ) বলেন: আওয়াল থেকে আখের পর্যন্ত সকল এলেম আমি জেনে গেছি।” (আল্লামা ঈসমাইল হাক্বী: তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ৫০০ পৃ:; তাফছিরে ইবনে রজব হাম্বলী, ২য় খন্ড, ৫৫৫ পৃ:; সিরাতে হালভিয়া, ১ম খন্ড, ৩৭১ পৃ:; খুলাছাতুল আছার, ৩য় খন্ড, ২১৭ পৃ:; কাশেম নানুতবী: তাহজিরুন নাছ;)
ইমাম কুরতবী ( رَحْمَةُ الله عليه) এভাবে উল্লেখ করেন:
كَمَا أَنَّهُ عَلَيْهِ السَّلَامُ عَلِمَ عِلْمَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ -“যেমনিভাবে আল্লাহর নবী ( ﷺ) আওয়াল ও আখেরের ইলিম অর্জন করেছেন।”(তাফছিরে কুরতুবী, ১৩তম খন্ড, ৩৫২ পৃ:;) ইমাম মহিউদ্দিন তাবারী ( رَحْمَةُ الله عليه) ওফাত ৬৯৪ হিজরী,
وَكَانَ صلى الله عَلَيْهِ وَسلم خَاتم النَّبِيين وَسيد الْمُرْسلين وَأَتَاهُ الله علم الْأَوَّلين والآخرين
-“আল্লাহর নবী ( ﷺ) ছিলেন শেষ নবী, সকল রাসূলগণের সর্দার। আল্লাহ পাক তাঁকে আওয়াল ও আখেরের ইলিম দান করেছেন।”(সিরাতে সায়্যেদুল বাশার, ১ম খন্ড, ১০৫ পৃ:;) এ বিষয়ে একটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
حَدَّثَنَا أَبُو خَلِيفَةَ، ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، ثنا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: مَنْ أَرَادَ الْعِلْمَ فَلْيُثَوِّرِ الْقُرْآنَ، فَإِنَّ فِيهِ عَلْمَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
-“হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) বলেন, আল্লাহ যাকে ইলিম দেওয়ার ইচ্ছা করেন তাকে কোরআনের বাহক বানিয়ে দেন, কারণ কোরআনের মধ্যে আওয়াল ও আখেরের ইলিম রয়েছে।”(ইমাম তাবারানী: মুজামুল কবীরে, হাদিস নং ৮৬৬৬; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ১৮০৮; মুছান্নাফে ইবনে আবী শায়বাহ, হাদিস নং ৩০০১৮; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১১৬৬৭;)
এই হাদিস সম্পকের্ত ইমাম হায়ছামী ( رَحْمَةُ الله عليه) বলেন,
رَوَاهُ الطَّبَرَانِيُّ بِأَسَانِيدَ، وَرِجَالُ أَحَدِهَا رِجَالُ الصَّحِيحِ. -“ইমাম তাবারানী ( رَحْمَةُ الله عليه) একাধিক সনদে ইহা বর্ণনা করেছেন, এর একটি সনদের রাবীগণ বিশুদ্ধ।”(ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১১৬৬৭;) এ ব্যাপারে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
عبد الله بن عباس رضي الله عنهما قال: جَمَعَ الله في هذا الكتاب عِلْمَ الأوَّلين والآخرين، وعلم ما كان، وعلم ما يكون،
-“হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, মহান আল্লাহ পাক এই কোরআনের আওয়াল ও আখেরের ইলিম একত্রিত করেছেন। ঐ ইলিম যা ইতিপূর্বে হয়েছে এবং যা পরবর্তীতে হবে।”(জামেউল উছুল, ৮ম খন্ড, ৪৬৪ পৃ: হাদিস নং ৬২৩৩; রজিন;)
অতএব, পবিত্র কোরআনের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইলিম বিদ্যমান, আর সেই কোরআনের ধারক ও বাহক হলেন হযরত মুহাম্মদ মুস্তফা ( ﷺ)। স্বয়ং আল্লাহ পাক প্রিয় নবীজি ( ﷺ) এর কোরআনের ইলিম সম্পর্কে বলেন,
الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنَ -“দয়াময় আল্লাহ যিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন।” (সূরা আর রহমান, ১-২ নং আয়াত)
সুতরাং আওয়াল ও আখেরের ইলিম সমৃদ্ধ পবিত্র কোরআন প্রিয় নবীজি জানতেন তাই তিনি ইলমুল আওয়াল ওয়াল আখেরের অধিকারী ছিলেন। ইমাম আবু ফাতাহ শাফেয়ী ( رَحْمَةُ الله عليه) ওফাত ৪৯০ হিজরী আরেকটি রেওয়ায়েত উল্লেখ করেন,
وَأَخْبَرَنِي أَبُو الْحَسَنِ السُّلَمِيُّ أنبا أَبُو الْقَاسِمِ عَبْدُ الرَّحْمَنِ الإِمَامُ، ثنا أبو مُحَمَّدٍ الْوَرْدُ ثنا يَحْيَى بْنُ بُكَيْرٍ، ثنا ابْنُ أَبِي مَرْيَمَ يَقُولُ: كُنْتُ حَاجًّا فِي بَعْضِ السِّنِينَ فَأَتَيْتُ مَسْجِدَ رَسُولِ اللِّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.. فَلَمَّا نَظَرَ إِلَى قَبْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: السَّلامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي لَقَدْ بَعَثَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ بَشِيرًا وَنَذِيرًا وَأَنْزَلَ عَلَيْكَ كِتَابًا مُسْتَقِيمًا أَعْلَمَكَ فِيهِ عِلْمَ الأَوَّلِينَ وَالآخِرِينَ
-“ইবনে আবী মারইয়াম ( رَحْمَةُ الله عليه) বলেন, যখন কোন বছরে আমাদের কোন হাজত দেখা দিত ফলে আমরা আল্লাহর রাসূল ( ﷺ) এর মসজিদে আসতাম। যখন আল্লাহর নবী ( ﷺ) এর রওজা মোবারক নজরে পড়ত তখন বলতাম: ইয়া রাসূলাল্লাহ! আপনার কদমে আমার পিতা-মাতা কুরবানী হোক। অবশ্যই আল্লাহ আপনাকে সু-সংবাদ দাতা ও ভীতিপ্রদর্শন কারী রূপে প্রেরণ করেছেন। আপনার উপর আল্লাহ পাক সঠিক পথের দিশা হিসেবে কোরআন নাজিল করেছেন। আর আপনাকে শিক্ষা দিয়েছেন ইহাতে আওয়াল ও আখেরের ইলিম।”(আবু ফাতাহ মাকদেছী: আল আমালী, ১ম খন্ড, ৫ পৃ:;)
এই রেওয়ায়েত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় আল্লাহর রাসূল ( ﷺ) আওয়াল ও আখেরের ইলিম জানতেন আর স্বয়ং আল্লাহ পাক তাকে সেই ইলিম দান করেছেন। যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন: وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ -“হাবীব আমি আপনার যা কিছু অজানা ছিল সব কিছু জানিয়ে দিয়েছি।” (সূরা নিসা: ১১৩ নং আয়াত)
--------------------------------