হযরত আবুল মাসাকিন নুরুল আরেফিন মুফতি সাইয়্যেদ সাইফুল ইসলাম বারী (মু.জি.আ)
হযরত আলী রা. এর শানে বর্ণনা করেছেন,
নবি ﷺ বলেছেন,
❝ যার মনে এই বাসনা যে, সে
১. আদম আলাইহিস সালাম এর ইলমের ঝলক দেখবে,
২. নূহ আলাইহি সালাম এর তাক্বওয়া বা খোদাভক্তির স্বরূপ দেখবে,
৩. ইবরাহিম আলাইহিস সালাম এর প্রজ্ঞার বিকিরণ অনুভব করবে,
৪. মুসা আলাইহিস সালাম এর জালাল আস্বাদন করবে
এবং ৫. ঈসা আলাইহিস সালাম এর ইবাদাতের একনিষ্ঠতা অনুভব করবে,
সে যেন আলী ইবনে আবি তালিব এর প্রতি স্বীয় দৃষ্টিনিবদ্ধ করে।❞
➤কাযিউল কুযাত শায়খুল ইসলাম ইমামুল মুতাকাল্লিমীন শায়খ 'আদ্বোদ্দীন আল-ই—জি 'মাওয়াক্কিফ' কিতাবে লিখেছেন হাদিসটি।
➤এছাড়া সৈয়্যদ মাহমুদ আলুসী 'শরহে খরিদাতুল গায়বিয়াহ' গ্রন্থে,
➤সাইয়্যিদ নুরউদ্দীন সামহুদী 'জাওয়াহিরুল ইকদাইন' এবং 'আল-আশরাফ' গ্রন্থে,
➤আস-সুফুরি 'নুজহাতুল মাজালিস' গ্রন্থে,
➤হাফেযুল আসর মুফতি মুহিবুদ্দিন খতিব 'যাখায়েরুল ওকবা' গ্রন্থে,
➤খতিব মুওয়াফফাক আল-মক্কি স্বীয় 'মানাকিব' গ্রন্থে ইমাম বায়হাক্বির সনদে এই হাদিস উল্লেখ করেছেন।