❑ প্রশ্ন: কেউ যদি এই ভয়ে বিয়ে না করে যে, পরিবার চালানো সহজ কথা নয়, বিয়ের পর দায়িত্ব অনেক বেড়ে যায়; তবে তার ব্যাপারে আপনার অভিমত কী?
উত্তর:
যদি কোনো ভালো প্রস্তাব পেয়ে যায় এবং বিয়ের খরচ বহন করার পাশাপাশি থাকার ঘর ও ভরণপোষণের সক্ষমতাও রাখে, তবে বিয়ে করে নেয়া উচিত। যে আসবে, সে নিজের রিযক নিয়েই আসবে। তাছাড়া সন্তান জন্মালে সেও তার রিযক নিয়েই পৃথিবীতে আসবে। কুরআনে পাকে এসেছে:
কানযুল ঈমানের অনুবাদ: ‘আর আপন সন্তানদের হত্যা করো না দারিদ্রতার ভয়ে। আমি তাদেরও রিযিক দিবো এবং তোমাদেরও। নিশ্চয়ই তাদের হত্যা করা মহাপাপ।’ (পারা: ১৫, সূরা বনী ইসরাইল: ৩১)
মনে রাখবেন, রিযিক প্রদানকারী হলেন আল্লাহ পাক।
উত্তর প্রদান করেছেন: আমীরে আহলে সুন্নাত دامت بركاتهم العاليه
[মাদানী মুযাকারা, তারাবির নামাযের পর, ১১ই রমযান শরীফ ১৪৪১ হিজরি]