উত্তর:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
الْجَوَابُ بِعَوْنِ الْمَلِكِ الْوَهَّابِ اللَّهُمَّ هِدَايَةَ الْحَقِّ وَالصَّوَابِ
সন্তান লাভের কারণে আল্লাহ পাকের প্রদত্ত নেয়ামতের কৃতজ্ঞতা আদায়স্বরূপ আকিকা করা হয়। যেহেতু সন্তানের ইন্তিকালের মাধ্যমে এ নেয়ামত শেষ হয়ে যায় এবং নেয়ামত শেষ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ থাকে না, সেহেতু সন্তানের মৃত্যুর পর আর আকিকা হতে পারে না।
وَاللَّهُ عَزَّ وَجَلَّ وَرَسُولُهُ أَعْلَمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّم
ফতোয়া প্রদানকারী:
মুফতি ফুজায়েল রযা আত্তারী حفظه الله