তাকলীদের বর্ণনা

তাকলীদ অধ্যায়ে পাঁচটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন।

(১) তাকলীদের অর্থ ও প্রকারভেদ;

(২) কোন্ ধরনের তাকলীদ প্রয়োজন ও কোন্ ধরনের তাকলীদ নিষিদ্ধ;

(৩) কার জন্য তাকলীদ জরুরী আর কার জন্য নিষ্প্রয়োজন;

(৪) তাকলীদ ওয়াজিব হবার সমর্থনে দলীলাদি ও

(৫) তাকলীদ সম্পর্কে উত্থাপিত আপত্তিসমূহ এবং ওদের পূর্ণাঙ্গ উত্তর। এ জন্য তাকলীদের বর্ণনাকে পাঁচটি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে।


━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah 
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
Top