❏ প্রশ্ন-১৬০: আসহাবে আইকা বলা হয় কাদেরকে, আইকা শব্দের অর্থ কী? 


✍ উত্তর: আইকা শব্দের অর্থ বন। এসব লোকদের আবাস ছিলো সবুজ-শ্যামল বন ও ফলবান বৃক্ষের মধ্যখানে। আল্লাহ্ তা‘আলা তাদেরকে হেদায়ত দানের জন্য শুয়াইব (عليه السلام)কে প্রেরণ করেন। তিনি আসহাবে আইকার সম্মুখে যে ওয়াজ করেন তা কোরআন মজিদে এভাবে বর্ণনা করা হয়: الا تتقون ، انى لكم رسول آمين ‘মনে রেখো, আমি তোমাদের প্রতি বিশ্বস্ত প্রেরিত রাসূল। তোমরা আল্লাহকে ভয় কর, খোদাভীরু হও।’ 

220. সূরা শুয়ারা, রুকু নং-১।


মোদ্দাকথা হলো আসহাবে আইকা হযরত শুয়াইব (عليه السلام)এর সংশোধনমূলক নসিহত শুনে তাঁর সাথে অসৌজন্যমূলক আচরণ করলো এবং অবাধ্যতা ও অহংবোধ প্রদর্শন করতঃ নিজেদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলো। তাদের অবাধ্যাচরণের ধরণ এই পর্যায়ে পৌঁছে গিয়েছিলো যে, এক পর্যায়ে তারা রাসূলকে বললো যে, যদি তুমি সত্য নবী হও, তাহলে আসমান হতে কোন আযাবী টুকরো যদি আমাদেরকে ধ্বংস করে দিতো! এরপর উল্লেখিত শক্তিশালী আযাবটি তাদের ওপর এসে পড়ে।

উক্ত ঘটনা বিস্তারিত জানার জন্য আমার লিখিত ‘মুনিয়াতুল মুসলেমীন’ ২য় খন্ড দেখার অনুরোধ রইল।

Top