Latest News

❏ প্রশ্ন-৬১ঃ ইসলামী শরীয়তে গোসল কত প্রকার ও কী কী?

✍ উত্তরঃ ইসলামী শরীয়তে গোসল মোট (৯) নয় প্রকার। তা হলোঃ


১.    মহিলার ঋতুস্রাব বা সন্তান প্রসবের পরে রক্ত বন্ধ হলে গোসল করতে হয়। এটি ফরয।

২.    নারী-পুরুষের সহবাস বা স্বপ্নদোষ হলে গোসল করতে হয়। এই দু’প্রকারের গোসলও ফরয।

৩.    জুমার দিন জুমার নামাযের জন্য গোসল করা। এটি সুন্নাতে মুআক্কাদা।

৪.    অমুসলিম মুসলমান হবার পর গোসল করতে হয়। এটিও সুন্নাতে মুআক্কাদা।

৫.    উভয় ঈদের দিন ঈদগাহে যাবার পূর্বে গোসল করা।

৬.    হজ্বের ইহরাম বাঁধার পূর্বে।

৭.    বায়তুল্লায় প্রবেশের পূর্বে। অনুরূপভাবে যিয়ারেতে মোস্তফা(ﷺ)    উদ্দেশ্যে মদিনায় প্রবেশের পূর্বে।

৮.    সিঙ্গা লাগানোর সময়। 

৯.    মৃত ব্যক্তিকে গোসল দেবার পর। এটি মুস্তাহাব। 


শেষ দু’টি গোসল সতর্কতামূলক। প্রত্যেক ব্যক্তির জন্য এটাও মুস্তাহাব যে, কমপক্ষে সপ্তাহে একবার মাথা এবং পুরো শরীর ধৌত করা।

Top