❏ প্রশ্ন-১৯ঃ হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ)-এর সম্মানিত মাতা-পিতার মধ্যকার বিশেষ বংশীয় সম্পর্ক কি ছিল? বর্ণনা কর।
✍ উত্তরঃ هوالمستعان হুযূর এর সম্মানিত মাতার নাম আমিনা বিনতে ওহাব বিন আবদু মুনাফা। যেমন তাঁর বংশানুক্রম তৃতীয় স্তর ও খান্দানে গিয়ে হুযূর (ﷺ)-এর বংশের সাথে মিলে যায়। তাঁর (رضى الله تعالي عنها) নানীর নাম মুবারক উম্মে হাবীবা বিনতে আসাদ।
❏ প্রশ্ন-২০ঃ হুযূর তাঁর সম্মানিত পিতার ইন্তিকালের কতদিন পর এ ধরাধামে তাশরীফ আনেন?
✍ উত্তরঃ হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ) তাঁর পিতার ইন্তিকালের কতো দিন বা কতো মাস পর ইহজগতে তাশরীফ এনেছেন, এ বিষয়ে ওলামায়ে কিরামের মাঝে যথেষ্ট মতপার্থক্য রয়েছে।
কতিপয় ওলামা বলেন, হুযূর (ﷺ) তাঁর পিতা ইন্তিকালের সময় মাতৃগর্ভে মাত্র দু’মাস বয়সের ছিলেন। কিছু ওলামা আরো কম-বেশি বলে থাকেন। আবার কারো মতে, তখন তিনি দেড় বছর বয়সী ছিলেন। কেউ বলেন, তখন তিনি একুশ মাস বয়সের ছিলেন। কারো মতে, ছয় বছর বয়সী ছিলেন। কিন্তু বিশুদ্ধতম অভিমত হচ্ছে, তিনি পবিত্র মাতৃগর্ভে থাকা অবস্থায়ই তাঁর সম্মানিত পিতা ইন্তিকাল করেন।