❏ মাসয়ালা: (৩৫৪)

কোরআনের আয়াত ও হাদিস মর্মার্থের দিক দিয়ে চার প্রকার: 

১. ইশারাতুন নস 

২. দালালাতুন নস। 

৩. ইবারাতুন নস। 

৪. ইকতিজাউন নস।


তেমনি যে কোন শব্দ অর্থের দিক দিয়ে চার প্রকার:

১. আভিধানিক। 

২. শরয়ী 

৩. ওরফে আম 

৪. ওরফে খাস।

যেহেতু কোরআনের আয়াত ও হাদিসে উলি­খিত যে কোন একটির আলোকে অর্থ প্রকাশ করে; তাই বুঝার বিষয় এ চার প্রকারের বাইরে কোন অর্থ গ্রহণযোগ্য নয়।

একই কথা শব্দের ব্যাপারে। যে অর্থ উলি­খিত অর্থ থেকে কোন একটির সাথে সম্পর্ক রাখবে না তা গ্রহণযোগ্য নয়।

জেনে রাখা উচিত যে, কোরআনের শব্দের অর্থ ও মর্ম বুঝা অনেক দুরূহ। বানোয়াট অর্থ বর্ণনা নিষেধ।

Top