সংশি­ষ্ট হাদীছ সমূহঃ


▪ মুসলিম শরীফের ১ম খন্ডে ৫৪ পৃষ্ঠায় اِنَّ الدِّيْنَ نَّصِيْحَةُ এর বর্ণনা অধ্যায় আছে,


-‘‘তামীম দারী থেকে বর্ণিত, হুযুর (ﷺ) ইরশাদ ফরমান, ‘ধর্ম হলো কল্যাণ কামনা। আমরা (উপস্থিত সাহাবীগণ) আরয করলাম, কার কল্যাণ কামনা? তিনি ফরমালেন, আল্লাহর, তার কিতাবের, তার রসূল (ﷺ) এর, মুসলমানদের মুজতাহিদ ইমামগণের এবং সাধারণ মুসলনাদের।’’  

{ক) মুসলিমঃ আস-সহীহঃ কিতাবুল ঈমানঃ ১/৫৪ পৃ. হাদীসঃ ৫৫

খ) বুখারীঃ আস-সহীহঃ ১/২২ পৃ. কাদীমী কুতুবখানা, করাচী।

গ) ইমাম তিরমিজীঃ আস-সুনানঃ হাদীসঃ ১৯২৬

ঘ) নাসায়ীঃ সুনানে কোবরাঃ ৭/১৫৯পৃ.

ঙ) ইমাম আহমদ বিন হাম্বলঃ আল-মুসনাদঃ ২/২৯৭ পৃ.

চ) দারেমীঃ আস-সুনানঃ ২/৩১১ পৃ.

ছ) ইমাম সাখাভী  মাকাসিদুল হাসানাঃ ২৫৭ পৃ. হাদীসঃ ৪৯৮}

          

▪ মুসলিম শরীফের ব্যাখ্যাগ্রন্থ ‘নববীতে’ এ হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে,


وَقَدْ يَتَنَاوَلُ ذَلِكَ عَلَى الْاَئِمَّةِ اَلَّذِيْنَ هُمْ عُلَمَآءُ الدِّيْنِ وَاِنَّ مِنْ نَصِيْحَتِهِمْ قَبُوْلَ مَارَوَ وَهُ وَتَقْلِيْدَهُمْ فِى اَلاَحْكَامِ وَاِحْسَانَ الظَّنِّ بِهِمْ.


-‘‘এ হাদীছ ‘উলামায়ে দ্বীন’কেও ইমামদের অন্তভুর্ক্ত করা হয়েছে। ‘উলামায়ে দ্বীন এর কল্যাণ কামনার অর্থ হচ্ছে তাদের বর্ণিত হাদীছসমূহ (তথা তাকলিদ) গ্রহণ করা, শরীয়ত বিধিতে তাঁদেরকে অনুসরণ করা এবং তাদের সম্পর্কে ভাল ধারণা পোষণ করা।’’

{ইমাম নববীঃ আল মিনহাজ্ব শরহে মুসলিমঃ ২/৩৯ পৃ.}


━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah 
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
Top