✧ মনগড়া তাফসীর হারামঃ
❏ আল্লাহ বলেন,
مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
-‘‘যখন আমি কোন আয়াতকে রহিত করে দিই কিংবা বিস্মৃত করে দিই তখন এর চেয়ে উত্তম কিংবা এর মতো (কোন আয়াত) নিয়ে আসবো। তোমার কি খবর নেই যে, আল্লাহ সব কিছু করতে পারেন?
❏ মিশকাত শরীফ, কিতাবুল ইলম ২য় পরিচ্ছেদে আছেঃ- ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত,
مَنْ قَالَ فِي الْقُرْآنِ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
-‘‘যে ব্যক্তি কুরআনের ব্যাখ্যায় মনগড়া কিছূ বলে, সে যেন জাহান্নামে নিজ ঠিকানা বানিয়ে নেয়)।’’
{ক) তিরমিজীঃ আস-সুনানঃ কিতাবুত্ তাফসীরঃ ৫/১৯৯ হাদিসঃ ২৯৫০
খ) নাসায়ীঃ সুনানে কোবরাঃ ৫/৩০ হাদিসঃ ৮০৮৪
গ) বায়হাকীঃ শু’আবুল ঈমানঃ ২/৪২৩ হাদিসঃ ২২৭৫-২২৭৬
ঘ) আহমদঃ আল-মুসনাদঃ ১/২৩৩ হাদিসঃ ২০৬৯
ঙ) আবি শায়বাহঃ আল-মুসান্নাফঃ ৬/১৩৬পৃ. হাদিসঃ ৩০১০১}
❏ মিশকাত শরীফের ওই একই জায়গায় আরও উলিখিত আছেঃ- হযরত জুনুদুব (رضي الله عنه) হতে বর্ণিত,
مَنْ قَالَ فِي كِتَابِ اللهِ بِرَأْيِهِ فَأَصَابَ فَقَدْ أَخْطَأَ
-‘‘যে ব্যক্তি কুরআনের ব্যাখ্যায় মনগড়া কিছু বলে এবং তা যদিও সঠিক হয়, তবুও সে ভুল করেছে বলে সাব্যস্ত হবে।’’
{ক) তিরমিজীঃ আস-সুনানঃ কিতাবুত তাফসীরঃ ৫/১৯৯ হাদিসঃ ২৯৫১-২৯৫২
খ) নাসায়ীঃ সুনানে কোবরাঃ ৫/৩১ হাদিসঃ ৮০৮৫-৮০৮৬
গ) তাবরানীঃ মু’জামুল কাবিরঃ ২/১৬৩ হাদিসঃ ১৬৭২
ঘ) আবু ই’য়ালাঃ আল-মুসনাদঃ ৩/৯০ হাদিসঃ ১৫২০
ঙ) তাবরানীঃ মু’জামুল আওসাতঃ ৫/২০৮ হাদিসঃ ৫১০১
চ) বায়হাকীঃ শু’য়াবুল ঈমানঃ ২/৪৩৩ হাদিসঃ ২২৭৭}
━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।