❏ প্রশ্ন-৭১ঃ ইমাম সাহেব নামায কখন আরম্ভ করবেন?


✍ উত্তরঃ قَدْ قَامَتِ الصَّلٰواةُ বলার সময় ইমামের নামায আরম্ভ করা মুস্তাহাব। যদিও ইমাম আবু ইউসুফ (رحمه الله تعالي ) ইকামত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। মূলতঃ এ মতানৈক্য শুধু মুস্তাহাব সম্পর্কে। উভয় অবস্থায় কোন অসুবিধা ও ক্ষতি নেই।


ولو اخّر حتى اتمها لابأس به اجماعًا .


‘যদি ইকামত শেষ হওয়া পর্যন্ত নামায আরম্ভে বিলম্ব করে তাতে সর্বসম্মতিক্রমে কোন ক্ষতি নেই।’ 

98. তাহতাবী শরহে মারাকিউল ফালাহ, باب اداب الصلواة, পৃষ্ঠা-২২৫; ফতওয়া শামী, খন্ড-১, পৃষ্ঠা-৪৭৯।


Top