❏ প্রশ্ন-৩২ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর জীবদ্দশায় যুদ্ধের সংখ্যা কত ছিল ?


✍ উত্তরঃ হুযূর (ﷺ)-এর জীবদ্দশায় যুদ্ধের সংখ্যার ব্যাপারে ঐতিহাসিক এবং ওলামায়ে কিরামের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ বলেন, ১৯টি; কেউ বলেন, ২৬টি; কেউ বলেন, ২৭টি এবং কেউ বলেন, ৩৬টি। উক্ত যুদ্ধসমূহের মধ্যে মাত্র ৯টি যুদ্ধে হত্যাকান্ড ও সংঘর্ষ সংঘটিত হয়েছে, অন্যগুলোতে সংঘর্ষ হয়নি। যে সকল যুদ্ধে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে সেগুলোর নাম নিম্নরূপঃ


১. বদর যুদ্ধ, 

২. উহুদ যুদ্ধ, 

৩. খন্দকের যুদ্ধ, 

৪. বনু কুরাইযার যুদ্ধ, 

৫. বনি মুসতলকের যুদ্ধ, 

৬. খাইবরের যুদ্ধ, 

৭. মক্কা বিজয়, 

৮. হুনাইনের যুদ্ধ এবং 

৯. তায়েফ যুদ্ধ।


কতিপয় ওলামায়ে কিরাম বলেন, ১২টি যুদ্ধে হত্যাযজ্ঞ ও সংঘর্ষ হয়েছে, বাকীগুলোতে হয়নি।

হুযূর পাক (ﷺ)-এর সৈন্যবাহিনীর সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণের বিভিন্ন উক্তি পাওয়া যায়। সরিয়্যাহ সংখ্যা মতান্তরে ৩৫টি কিংবা ৪৮টি। প্রত্যেক সারিয়্যাতে ৪০০ জন সৈন্য থাকে। এ হিসেবে হুযূর (ﷺ)-এর সৈন্য সংখ্যা ১৯,২০০ জন দাঁড়ায়।

হযরাত সাহাবা-ই কিরামের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেছেন, মক্কা বিজয়ের সময় হুযূর (ﷺ)-এর সঙ্গে ১০,০০০ (দশ হাজার) সৈন্যবাহিনী ছিলেন, হুনাইনের যুদ্ধে ছিলেন ১২,০০০ (বার হাজার) এবং তাবুক যুদ্ধে ছিলেন ৭০,০০০ হাজার। বিদায় হজ্বের দিন মুসলমানের সংখ্যা ছিল ৮০,০০০ হাজার, তম্মধ্যে ৪০,০০০ হাজার তাঁর সঙ্গে ছিলেন। সর্বশেষ হুযূর আক্বদাস-এর ইন্তিকালের সময় ১,২৪,০০০ (এক লক্ষ চব্বিশ হাজার) ছিলেন হযরাত সাহাবা-ই কিরাম (رضى الله تعالي عنه) এর সংখ্যা।

Top