আল্লামা সাকিব ইকবাল শামীর নসীহত (অনুবাদকৃত)

১. জীবন তখনই পুলকময় হবে, যখন আপনি ভালো থাকবেন।
২. কিন্তু এর চেয়েও জীবন সর্বোত্তম হবে– যখন অন্যরা আপনার কারণে আনন্দে থাকবে। 
৩. অন্যের হৃদয় স্পর্শে বিশ্বস্ত হোন।
৪. উদ্দীপ্ত হও। প্রকৃতির কিছুই নিজের জন্য বাঁচে না। যেমন: 
*নদী নিজের পানি পান করে না।
*গাছ নিজের ফল খায় না।
*সূর্য নিজের জন্য আলোকিত হয় না।
*ফুল নিজের জন্য সুবাস ছড়ায় না।
৫.অন্যের জন্য বেঁচে থাকাটা প্রকৃতির নিয়ম।
৬.আমরা সবাই একে-অপরকে সাহায্য করার জন্য জন্মেছি।
৭.তুমি যতই কঠিন পরিস্থিতিতে উপনীত হও না কেন, তবুও অন্যের উপকার কর।
Top