বিষয় নং-১০: তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যে মানুষের উপকার করে:


মাওলানা জুনায়েদ বাবুনগরী সম্পাদিত “প্রচলিত জাল হাদীস” গ্রন্থের ১৩৫ পৃষ্ঠায় উক্ত হাদিসকে জাল প্রমাণ করার জন্য অনেক অপচেষ্টা করেছেন। লেখক লিখেছেন ‘জামেউস সগীর’ গ্রন্থের লিখক নাকি আল্লামা মানাবী (رحمة الله)।’’ (নাঊযুবিল্লাহ)


কিতাব না পড়ে কিতাবের হাওয়ালা দিবার কারণেই এগুলো প্রকাশ পায়, অথচ এ কিতাবের লিখক হলেন ইমাম সুয়ূতি। ইমাম ক্বাদাঈ (رحمة الله) সংকলন করেন-


أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُمَرَ الصَّفَّارُ، ثنا أَبُو سَعِيدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادِ بْنِ الْأَعْرَابِيِّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، ثنا عَلِيُّ بْنُ بَهْرَامَ، ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي كَرِيمَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ


-‘‘হযরত জাবের  হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন,  তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যারা মানুষের উপকার করে।’’  ৩৭

➥৩৭. ইমাম কাদ্বাঈ: মুসনাদে শিহাব, ২/২২৩ পৃঃ হাদিস:১২৩৪, ইমাম জালালুদ্দীন সুয়ূতি, জামেউস সগীর, ১/৩০২ পৃঃ হা/৪০৪৪, আল্লামা মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১৫/৭৭৭ পৃঃ হা/৪৩০৬৫


পর্যালোচনা:


ইমাম জালালুদ্দীন সুয়ূতি  উক্ত হাদিসকে ‘হাসান’ বলেছেন। (ইমাম জালালুদ্দীন সুয়ূতি, জামেউস সগীর, ১/৩০২ পৃ. হা/৪০৪৪) 


অপরদিকে আহলে হাদিস নাসিরুদ্দীন আলবানীও উক্ত হাদিসকে ‘হাসান’ বলেছেন।’’(আলবানী, সিলসিলাতুল আহাদিসিস সহীহা, হা/৪২৬)


তবে এ বিষয়ে আরেকটি অত্যন্ত যঈফ সনদ বর্ণিত হয়েছে, সে সনদে ‘আমর ইবনে আবু বকর আস্-সাকাফী আর রমলী’ নামক রাবী রয়েছে, তবে তিনি উপরে উল্লেখিত ইমাম কাযাঈ  এর সনদে নেই। ৩৮

➥৩৮. ইমাম যাহাবী, মিযানুল ই’তিদাল, ৩/২৪১ পৃ, রাবী: ৬৭৭৭, দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত, লেবানন।

Top