অধ্যায়ঃ অন্যান্য 


❏ কোমরে হাত রাখা দোযখীদের আলামতঃ

❏ দরসে হাদীসঃ [হাদীস নং- (৯১৯)]


○ অধ্যায়ঃ [নামাযের মধ্যে কোন ধরনের কাজ অবৈধ আর কোন ধরনের কাজ বৈধ]

[ﻭﻋﻦ ﺍﺑﻰ ﻫﺮﻳﺮﺓ ﻧﻬﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻋﻦ ﺍﻟﺨﺼﺮ ﻓﻰ ﺍﻟﺼﻠﻮﺓ . ‏] : ‏( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ )

হযরত আবূ হুরাইরা [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ] হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলাল্লাহ [ﷺ] নামাযে কোমরে হাত রাখতে নিষেধ করেছেন।" (টীকাঃ ১)

[বোখারী ও মুসলিম]

□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ


___________________________________

◇ টীকাঃ ১.

অর্থাৎ নামাযের যে কোন অবস্থায় ক্বিয়াম, ক্বাওমাহ্, ক্বু'ঊদ (যথাক্রমে দাঁড়ানো অবস্থা, রুকূ' থেকে উঠে দিঁড়ানো এবং বৈঠক) -এ কোমরের উপর হাত রাখা নিষেধ; বরং নামাযের বাইরেও নিষিদ্ধ। কেননা, এটা ইবলীসের স্বভাব। দোযখীরা পরিশ্রান্ত হয়ে এভাবে হাত রাখবে।

কতেক আলিম বলেন যে, এখানে ﺧﺼﺮ দ্বারা লাঠি বা দেওয়ালে ঠেস দেওয়া। আরবীতে ﺧﺎﺻﺮﻩ লাঠিকে বলা হয়। প্রয়োজন ছাড়া ঠেস দেওয়া নিষেধ। প্রয়োজনবশতঃ বৈধ। বৃদ্ধ লোক লাঠি বগলে ঠেস দিয়ে নামায পড়তে পারেন। হযরত সুলায়মান [ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ] তাঁর ওই শেষ নামায লাঠিতে ঠেস দিয়ে পড়েছিলেন, যাতে তাঁর ওফাত হয়েছিলো।


□ হাদীস শরীফের ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ

f/Ishq-E-Mustafa ﷺ

[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ২য় খন্ড, পৃ. ১৪৫, হাদীস নং-৯১৯ এর টীকাঃ ২০ দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম।

Top