আশআরী গোত্রের আগমন



হাদিস ৪:


اخرج ابن سعد والبيهقي، عن أنس أن النبي صلى الله عليه وسلم قال، يقدم عليكم قوم هم أرق منكم قلوبا فقدم الأشعريون فيهم أبو موسی.


ইবনে সা'দ ও বায়হাকী বর্ণনা করেনঃ একবার রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করলেনঃ তোমাদের কাছে একটি দল আগমন করবে, যারা প্রাণ  এরপর আশআরী গোত্রে আগমন করল। তাদের মধ্যে আবু মূসা আশআরীও ছিলেন। [বায়হাকী]


হাদিস ৫:


وقال عبد الرزاق أنا معمر قال: بلغني أن النبي صل الله عليه وسلم كان جالسا في اصحابه يوما فقال اللهم انج اصحاب السفينة ثم مكث ساعة، فقال قد استمرت، فلما دنوا من المدينة قال قد جاؤا يقودهم رجل صالح قال : والذين كانوا في السفينة الأشعريون الذي قادهم عمرو بن الحمق الخزاعي، فقال رسول الله صلى الله عليه وسلم من این جئتم. قالوا من زبيد. قال: بارك الله في زبيد. قالوا : وفي رمع قال : بارك الله في زبيد قالوا: وفي رمع؟ قال في الثالثة وفي رمع، أخرجه البيهقي.

হযরত মুয়াম্মার (رضي الله عنه) বর্ণনা করেন । একদিন রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীগণের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি দোয়া করলেনঃ হে আল্লাহ্ নৌকারোহীদেরকে প্রাণে রক্ষা কর। কিছুক্ষণ পর তিনি বললেনঃ নৌকা পার হয়ে গেছে। এরপর বললেনঃ তারা আসছে। তাদেরকে একজন সাধু ব্যক্তি নিয়ে আসছে। এই নৌকারোহীরা ছিল আশআরী গোত্রে এবং তাদেরকে যে নিয়ে আসছেন, তিনি হলেন আমর ইবনে হুমুক খোযায়ী। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেনঃ তোমরা কোথা থেকে এলে? আমর বললেন আমরা জুবায়ের থেকে এসেছি। রাসূলুল্লাহ (ﷺ) তাদের জন্য বরকতের দোয়া করলেন।

Top