একাদশ অধ্যায়  


পথ চলার সুন্নাত

 

১। বড় রাস্তা হলে ডান দিকে চলা । 


২। দৃষ্টি নত করে চলা। কিছু সম্মুখপানে ঝুঁকে চলবে। 


৩। নারীদের জন্য রাস্তার কিনারা ছেড়ে দিবে । 


৪। পথে কষ্টদায়ক কিছু পেলে তা সরিয়ে দিবে । 


৫। মুসলমাদেরকে সালাম দিবে এবং তাদের সালামের উত্তর দিবে । 


৬। বৃদ্ধ লােকদের জন্য চলার সময় লাঠি নেয়া সুন্নতে আদিয়া । 


৭। উপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানাে এবং আল্লাহ আকবার' বলা সুন্নত । 


৮। নীচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানাে এবং সুবহানাল্লাহ বলা সুন্নত । 


৯। সমতল ভূমি দিয়ে চলার সময় ‘লাইলাহা ইল্লাল্লাহ' বলা সুন্নত । 


১০। যাদের বয়স এবং ইলম বেশি তাদেরকে সামনে চলার জন্য অগ্রাধিকার দেওয়া আদব। 

Top