হাদীসের আলােকে মুমিনের পরিচয়ঃ 


১। অর্থাৎ আনাস ইবনে মালেক  (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (ﷺ) এরশাদ করেছেন,যে ব্যক্তি আমাকে তাদের পিতা-মাতা, ছেলে-মেয়ে সমস্ত মানুষ থেকে অধিক ভালােবাসবে না সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। (বুখারী শরীফ, ইবনে মাযাহ শরীফ) 


২। প্রত্যেক মু'মিনের জন্য দুনিয়া ও আখেরাতে রাসূল (ﷺ) সর্বাপেক্ষা উত্তম। 

(সহীহ বুখারী শরীফ, মুসলীম শরীফ) 


৩। যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, সে মু'মিন। (বুখারী শরীফ) 


৪। রাসূল (ﷺ) এর সম্মুমে যখন কোন কঠিন বা গুরুত্বপূর্ণ কাজ হাজির হতাে, তখন তিনি নামায আদায় করতেন। 


৫। হযরত আব্দুলাহ ইবনে আব্বাস  (رضي الله عنه) বর্ণনা করেন, ঈমানদারদের এই বলে হুশিয়ার করেছেন যে, তারা যেন সুদ কে হারাম মনে করে। (তফসীরে খাযাইনুল ইরফান) 


৬। রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করেছে, সে আল্লাহর আনুগত্য করেছে। আর যে আমার অবাধ্য হয়েছে সে আল্লাহর অবাধ্য হয়েছে। (বুখারী শরীফ ও মুসলিম শরীফ) 


৭। আল্লাহর আদেশ নিজে মান্য করা এবং পরিবারকে মানার জন্য নির্দেশ দেওয়া। 

(তফসীরে খাযাইনুল ইরফান) 


৮। যে রাগ প্রয়ােগ করার ক্ষমতা থাকার সত্ত্বেও তা দমন করে তার অন্তরকে ঈমান ও প্রশাস্তি দ্বারা পূর্ণ করে দেওয়া হয়। (আল জামেউস সগীর কৃত আল্লামা জালাল উদ্দীন সুয়ূতী)

Top