বিষয় নং-৭: গীবত যেনার চেয়েও জঘন্য পাপ:


মাওলানা জুনায়েদ বাবুনগরী সম্পাদিত “প্রচলিত জাল হাদীস” গ্রন্থের ১৩৪ পৃষ্ঠায় এ হাদিসকে জাল বলে আখ্যায়িত করা হয়েছে। নাসিরুদ্দীন আলবানী নিম্নের সূত্রকে ضعيف جدا-‘‘অত্যন্ত দ্বঈফ বা দুর্বল বলে উড়িয়ে দিতে চেয়েছেন।’’  

➥২৮. আলবানী, সিলসিলাতুল আহাদিসিদ দ্বঈফাহ, ৪/৩২৫ পৃঃ হা/১৮৪৬


হাদিসটি একাধিক সূত্রে বর্ণিত, উসূলে হাদিসের নীতিমালা অনুসারে যঈফ সনদও যদি একাধিক সূত্রে বর্ণিত হয় তা ‘হাসান’ স্তরে উন্নিত।


প্রথম ও দ্বিতীয় সূত্র: 


ইমাম তাবরানী (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَعْيَنَ، نا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، ثَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِي رَجَاءٍ الْخُرَسَانِيُّ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْغِيبَةُ أَشَدُّ مِنَ الزِّنَا


-‘‘হযরত জাবের (رضي الله عنه) এবং হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) হতে বর্ণিত। তাঁরা বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, গীবত যেনার চেয়েও জঘন্য পাপ।’’  ২৯

➥২৯. ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ৬/৩৪৮ পৃঃ হা/৬৫৯০, ইমাম বায়হাকী, শু’আবুল ঈমানঃ ৫/৩০৬ পৃঃ হা/৬৭৪১, খতীব তিবরিযী, মিশকাত, কিতাবুল আদাব, ৩/১৯৮ পৃঃ হা/৪৮৭৪ এবং হা/৪৮৭৫, ইমাম দায়লামী, আল-ফিরদাউস, ৩/১১৬ পৃঃ হা/৪৩২০, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ৩/৫৮৯ পৃঃ হা/৮০৪৩


সনদ পর্যালোচনা:


এ হাদিসটি সংকলন করে ইমাম ইবনে আবি হাতেম (رحمة الله) বলেন- وَعَبَّادٌ ضَعِيفُ الْحَدِيثِ. -‘‘সনদে ‘আব্বাদ বিন কাসীর’ রাবী দুর্বল।’’ (ইবনে আবি হাতেম, আল-ইলাল, ২/৩১৯ পৃ. হা/২৪৭৪)  


ইমাম ইবনে আদী (رحمة الله) উল্লেখ করেন-


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنا ابن الدَّوْرَقِيِّ، حَدَّثَنا يَحْيى بْنُ مَعِين قال عباد بن كثير ضعيف.


-‘‘ইমাম ইবনে মাঈন (رحمة الله) বলেন, আব্বাদ রাবী হিসেবে দুর্বল।’’ (ইবনে আদী, আল-কামিল, ৫/৫৩৮ পৃ. ক্রমিক.১১৬৫) 


ইমাম ইবনে আদী (رحمة الله) আরও উল্লেখ করেন-


حَدَّثَنَا مُحَمد بن عَلِيٍّ، حَدَّثَنا عُثْمَانُ بْنُ سَعِيد سَأَلْتُ يَحْيى بْنَ مَعِين عَنِ عباد بن كثير الذي كان يكون بمكة قَال: .... وكان رجلا صالحا.


-‘‘ইমাম ইবনে মাঈন (رحمة الله) কে মক্কায় অবস্থানরত সময়ে রাবী আব্বাদ ইবনে কাসির’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি একজন সৎ ব্যক্তি।’’(ইবনে আদী, আল-কামিল, ৫/৫৩৮ পৃ. ক্রমিক.১১৬৫) 

হাদিসটি যেহেতু দুজন সাহাবী থেকে বর্ণিত সেহেতু উসূলে হাদিসের মাপকাঠিতে কমপক্ষে ‘হাসান’ হওয়ার মর্যাদা রাখে।  ৩০

➥৩০. ইমাম যাহাবী, মিযানুল ই‘তিদাল, ২/২৮৬ পৃঃ রাবী. ৪৪৯৬


তৃতীয় সূত্র: 


এ হাদিস প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লামা আজলূনী (رحمة الله) লিখেন-


لكن في تخريج أحاديث الديلمي للحافظ ابن حجر قال أسنده عن جابر. ويشهد له ما في الديلمي عن معاذ بن جبل بلفظ الغيبة أخو الزنا فتدبر.


-‘‘তবে হাফিযুুল হাদিস ইবনে হাজার (رحمة الله) দায়লামীর হাদিসের তাখরীজে বলেন, হযরত জাবির (رضي الله عنه) হতে বর্ণিত এ হাদিসটির সমার্থক হাদিস রয়েছে,  যাকে মুহাদ্দিস দায়লামী হযরত মুয়াজ ইবনে জাবাল (رضي الله عنه) থেকে নিন্মোক্ত শব্দের সাথে বর্ণনা করেন-الغيبة اخو الزنا -‘‘গীবত জিনার ভাই।’’ ৩১

➥৩১. আজলূনী : কাশফুল খাফাঃ হাদিস: ১৮১০, দায়লামী,  আল-ফিরদাউস, ৩/১১৭ পৃঃ হা/৪৩২৩


তাই সর্বশেষ এটাই বলতে চাই,  হাদিসটি তিনটি দুর্বল সনদ মিলে কমপক্ষে ‘হাসান’ স্তরের প্রমাণিত।

Top