১১. স্ত্রীর অন্যতম দায়িত্ব হলো ঘরের রক্ষণাবেক্ষণ করাঃ


স্ত্রী গৃহের যাবতীয় ব্যাপারে আমানতদার। স্বামীর অর্জিত সম্পদ ও ঘরের আসবাবপত্র যত্ন সহকারে সংরক্ষণ করা স্ত্রীর কর্তব্য। হাদীস শরীফে রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-كلكم راع ومسؤول عن رعيته فالإمام راع ومسؤول عن رعيته والرجل في أهله راع وهو مسؤول عن رعيته والمرأة في بيت زوجها راعية وهي مسؤولة عن رعيتها والخادم في مال سيده راع وهو مسؤول عن رعيته 

তোমাদের প্রত্যেক হলে রক্ষক আর তোমরা প্রত্যেকেই নিজেদের অধিনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বাদশা রক্ষক, তার প্রজা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারের রক্ষক আর স্ত্রী তার স্বামীর রক্ষক এবং খাদেম তার মালিকের সম্পদের রক্ষক। ১৩৫

১৩৫.মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, (২৫৬ হি.), সহীহ বুখারী, খণ্ড ২, পৃ. ৭৮৩

 

রাসূলুল্লাহ (ﷺ) হযরত ফাতিমা ও হযরত আলী (رضي الله عنه) মধ্যে পরিবারের দায়িত্ব বন্টন করতে ফায়সালা করলেন যে, ফাতিমা গৃহের কাজ-কর্ম সম্পাদন করবে আর আলী গৃহের বাইরের কাজ-কর্ম আঞ্জাম দেবে। ১৩৬

১৩৬.আল্লামা ইবনুল কাইয়্যুম, যাদুল মা’য়াদ, খণ্ড ৪, পৃ.৪০


হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত আছে- কতিপয় মহিলা নবী করিম (ﷺ) ’র কাছে গিয়ে জিজ্ঞাসা করল- হে আল্লাহর রাসূল! জিহাদ করার মাধ্যমে পুরুষরা অনেক সওয়াবের অধিকারী হচ্ছে। আমাদের নারীদের জন্য এমন কোন আমল আছে কী যার দ্বারা আমরাও জিহাদের ফযিলত অর্জন করতে পারি? রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করলেন-

-نعم مهنة إحداكن فى بيتها تبلغ به فضل الجهاد

হ্যাঁ, ঘরের কাজকর্মের মধ্যে রয়েছে তোমাদের জন্য জিহাদের সমপরিমাণ সওয়াব। ১৩৭

 ১৩৭.ইমাম বায়হাকী র. (৪৫৮ হি.) সুনানে বায়হাকী, খণ্ড ৬, পৃ. ৪৩০

 

পুরুষরা জিহাদে গিয়ে নিজেদের জান-প্রাণ দিয়ে জিহাদ করে যে সওয়াব পাচ্ছে নারীরা কেবল ঘরের মধ্যে থেকে নিজের প্রয়োজনে ঘরের কাজ-কর্ম সম্পাদন করলেই জিহাদের সওয়াব পাচ্ছে। 

Top