ষষ্ঠ অধ্যায়  


তৈল লাগানাের সুন্নাত পদ্ধতি 


মাথায় তৈল লাগানাের সুন্নাত সমূহঃ- 


১। রাসুলুল্লাহ ﷺ অধিকাংশ সময় তেল ব্যবহার করতেন এবং এতাে পরিমাণে তেল ব্যবহার করতেন যে , তেলের কারণে মাথার উপর রাখা কাপড়টি তেলের কারণে কালাে হয়ে যেত । 


( শামায়েলে তিরমিজি ) 



২। রাসুলুল্লাহ ﷺ মাথা মুবারাক , দাঁড়ি ও শরীরের বিভিন্ন অংশে তেল ব্যবহার করতেন । 



তেল লাগানাের সুন্নাত নিয়মঃ-


১।  প্রথমতঃ তেলদানী বা শিশি থেকে বাম হাতের তালুতে তেল ঢালতেন । তারপর সেখান থেকে ডান হাতের আঙ্গুল দ্বারা ডান চোখের পলকে , বাম চোখের পলকে অতঃপর ডান চোখে এবং বাম চোখে লাগাতেন । সবশেষে মাথায় লাগাতেন । 


( ইবনে মাজাহ শরীফ, হাদীস নং -৩৩১১, যাদুল মায়াদ )



 ২। মাথা মুবারক তেল লাগানাের সময় প্রথমে কপালের ডান দিক থেকে শুরু করতেন । 


( নব্বী ; লাইল ওয়ান নাহার ) 



শরীরে তেল লাগানাের সুন্নাত নিয়মঃ-


১। শরীরে তেল লাগাতে চাইলে প্রথমতঃ ডান দিক থেকে শুরু করতে হবে । কেননা, রাসুলুল্লাহ ﷺ সর্বদাই সকল কাজ ডান দিক থেকে শুরু করতেন । 


( বুখারী শরীফ , হেদায়া -১ / ২২ ) 



২। এমনিভাবে দুই হাতের ডান হাত , দুই পায়ের ডান পা এবং শরীরের ডান দিক থেকে শুরু করা সুন্নাত ।

Top