২- بَابُ مَا جَاءَ فِي الْوَلَاءِ لِـمَنْ اَعْتَقَ
٣٠٣- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيْمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيْرَةَ لِتُعْتِقَهَا، فَقَالَتْ مَوَالِيْهَا: لَا نَبِيْعُهَا إِلَّا أَنْ تَشْتَرِطَ الْوَلَاءَ لَنَا، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ، فَقَالَ: الْوَلَاءُ لِـمَنْ أَعْتَقَ.
বাব নং ১৫০. ২. ওয়ালার বর্ণনা
৩০৩. অনুবাদ: ইমাম আবু হানিফা হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বারীরাহকে ক্রয় করে আযাদ করতে চেয়েছেন। তখন তার মালিকেরা বলল, আমরা বিক্রি করব না। তবে এই শর্তে বিক্রয় করব যদি তার অধিকার আমরা পাই। হযরত আয়েশা (رضي الله عنه) বিষয়টি নবী করমি (ﷺ) কে বললে, তিনি বলেন,ওয়ালার অধিকার থাকবে তারই, যে তাকে আযাদ করবে।
ব্যাখ্যা: আযাদকৃত গোলাম মৃত্যুবরণ করলে যদি তার যবীল ফুরুয ও আসাবা থেকে কেউ না থাকে তবে তার পরিত্যক্ত সম্পত্তির মালিক হবে তার আযাদকারী মুনিব। এটাকে হক্কে বেলা (وَلاَء) বলা হয়।
(সুনানে নাসাঈ কুবরা, ৪/৮৭/৬৪০৭)