Latest News


তায়াম্মুমের বর্ণনা


মাসআলাঃ  আল্লামা ইব্রাহিম হালবী হানাফী (رحمة الله) বলেন- যদি কোন ব্যক্তি অসুস্থতার কারণে কিংবা রোগ বেড়ে যাওয়ার ভয়ে পানি ব্যবহার করতে অপরাগ। এক্ষেত্রে পানি থাকা স্বত্ত্বেও তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করে নামায ইত্যাদি আদায় করতে পারবে।  ৪২

➥৪২. দুররে মুখতার, গায়াতুল আওতার।

 

মাসআলাঃ রোগ, মুসাফির, দুশমনের ভয় ও পানি না পাওয়া অবস্থায় তায়াম্মুম করার বিধান আছে।


মাসআলাঃ  তায়াম্মুম করার পদ্ধতি এ যে, পবিত্র মাটি বা এমন বস্তু যাতে পবিত্র মাটি পড়েছে, তাতে উভয় হাত মেরে একবার স্বীয় চেহরায় ফিরিয়ে নিবে অতঃপর দ্বিতীয়বার পবিত্র মাটিতে হাত মেরে উভয় কনুই সহ মালিশ করবে।


মাসআলাঃ তায়াম্মুম দ্বারা কোন্ কোন নামায পড়া যায়? 


ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন- সুন্নাত ত্বরীকা হল- কোন ব্যক্তি এক তায়াম্মুম দ্বারা শুধুমাত্র এক ওয়াক্তের নামায আদায় করবে। অতঃপর পুণরায় তায়াম্মুম করবে অন্য ওয়াক্তের নামাযের জন্য। দারু কুত্বনী দূর্বল সনদে ইহা বর্ণনা করেছেন।

Top