৩- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ أَكْلِ لُـحُوْمِ الْـحُمُرِ الْأَهْلِيَّةِ
٣٩٦- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: نَهَىٰ رَسُوْلُ اللهِ عَنْ أَكْلِ لُـحُوْمِ الْـحُمُرِ الْأَهْلِيَّةِ.
বাব নং ২০০.৩. গৃহপালিত গাধা খাওয়া নিষিদ্ধ
৩৯৬.অনুবাদ: ইমাম আবু হানিফা আবু ইসহাক থেকে, তিনি বারা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) গৃহপালিত গাধা খাওয়া নিষেধ করেছেন।
(মুসলিম, ৪/১৫৪৪/৩৯৮১)
ব্যাখ্যা: এই হাদিসখানা প্রায় চৌদ্দজন সাহাবী থেকে বর্ণিত আছে এবং সহীহাইনেও বিদ্যমান। এ কারণে ওলামায়ে কিরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে, গৃহ পালিত গাধা হারাম।
❏ইবনে আব্দুল বার (رحمة الله) তামহিদ নামক গ্রন্থে বলেছেন, গৃহ পালিত গাধা হারাম হওয়ার ক্ষেত্রে কারো কোন মতবিরোধ নেই। তবে ইবনে আব্বাস ও আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণিত আছে যে, এ ধরণের গাধা খাওয়াতে কোন অসুবিধা নেই। কিন্তু তাদের পক্ষ থেকেও বিশুদ্ধ বর্ণনা হলো যা সমস্ত ওলামাদের সাথে মিলে, অর্থাৎ হারাম হওয়ার পক্ষে।