Latest News

মহরে নবুওয়াতঃ 


নবীজি (ﷺ) এর স্কন্ধদ্বয়ের মধ্যবর্তী স্থানে মহরে নবুওয়াত ছিলো যা নির্দেশ করে যে তিনি নবুওয়াতের ধারা সমাপ্তকারী ছিলেন। মহরে নবুওয়াত ছিলো সামান্য উঁচু মাংসবিশেষ, যা শরীরের বর্ণের মতোই ছিলো স্বচ্ছ ও নূরানী। হযরত শায়খ ইবনে হাজার মক্কী রাহমাতুল্লাহি আলাইহি শরহে মিশকাতে বলেছেন- নবী করীম (ﷺ) এর মহরে নবুওয়াতের মধ্যে লিপিবদ্ধ ছিলো-

اَللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ

تَوَجَّهُ حَيْثُ كُنْتَ فَاِنَّكَ مَنْصُوْرٌ

অর্থাৎ- “আল্লাহ অদ্বিতীয়, তাঁর কোন শরীক নেই, আপনি যে ভাবেই থাকুন কা কেনো হাওয়াজ্জুহ করুন। আপনি অবশ্যই বিজয়ী।”

Top